দুর্ধর্ষ ডাকাতি: ৭০ ভরি স্বর্ণসহ ২ কোটি টাকার মালামাল লুট
দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ০৩:৫৯ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ফেনীর দাগনভূঞায় এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা সংঘটিত হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) গভীর রাতে উপজেলার জায়লস্কর ইউনিয়নের সিলোনীয়া বাজার সংলগ্ন চানপুর গ্রামের আজিজ উল্যা মাস্টারের বাড়িতে এ ডাকাতি ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, ডাকাত দল পরিবারের সদস্যদের জিম্মি করে প্রায় ৭০ ভরি স্বর্ণ, ৩ হাজার ইউরো, নগদ ৪ লাখ টাকা ও বিভিন্ন মূল্যবান সামগ্রীসহ প্রায় দুই কোটি টাকার সম্পদ লুট করে নিয়ে যায়।
পরিবারের সদস্যরা জানান, ওই রাতে আজিজ উল্যার ছোট ছেলে কামাল উদ্দিন বাবুলের ডুপ্লেক্স ঘরের বারান্দার লোহার গ্রিল ও কলাপসিবল গেট কেটে ডাকাত দল ভেতরে প্রবেশ করে। পরে তারা ঘরের সবাইকে বেঁধে ফেলে এবং ৭০ ভরি স্বর্ণ, ৩ হাজার ইউরো, নগদ ৪ লাখ টাকা, মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র লুট করে নেয়। লুটের মোট পরিমাণ আনুমানিক দুই কোটি টাকার মতো।
জানা গেছে, বাবুল মিয়ার বড় মেয়ে লাবনী আক্তার সুইডেন প্রবাসী। সম্প্রতি তিনি দেশে এসে বাবার বাড়িতে অবস্থান করছিলেন। বাবুল মিয়ার ছোট বোন তার সঙ্গে বসবাস করেন এবং কিছুদিন আগে আরেক বড় বোন বেড়াতে আসেন। ওই তিনজনের কাছেই প্রায় ৭০ ভরি স্বর্ণ ছিল, যা ডাকাতরা লুট করে নেয়। ঘটনার রাতে বাবুল মিয়ার স্ত্রী ও মেয়ে বাড়িতে না থাকলেও ঘরে থাকা বাবুল মিয়া, তার দুই ভাগনে ও দুই বোনকে অস্ত্রের মুখে বেঁধে ফেলে ডাকাতরা। বাবুল মিয়াকে তারা মারধরও করে। পরে সকালে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মামলার প্রস্তুতি চলছে।
স্থানীয়দের অভিযোগ, এলাকার চিহ্নিত কিছু সন্ত্রাসীই এই ঘটনার সঙ্গে জড়িত। এসব ব্যক্তির বিরুদ্ধে মাদক ব্যবসা, ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে এলাকায় এখন চরম আতঙ্ক বিরাজ করছে।
দাগনভূঞা থানার ওসি মোহাম্মদ ওয়াহেদ পারভেজ জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ডাকাতদের গ্রেফতারে অভিযান চলছে এবং মামলার প্রস্তুতিও নেওয়া হচ্ছে।
এর আগে গত ২০ সেপ্টেম্বর শনিবার রাতে একই ইউনিয়নের সিলোনীয়া বাজারে মুদি ব্যবসায়ী আজাদের (৪৫) ওপর সংঘবদ্ধ ছিনতাইকারীরা হামলা চালায়। তারা আজাদের চোখেমুখে মরিচের গুঁড়া ছিটিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে দুই ভরি সোনা ও নগদ টাকাসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল ছিনিয়ে নেয়। এ ঘটনায় মামলা হলেও পুলিশ এখনো কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি।
এছাড়া সম্প্রতি উপজেলার ইয়াকুবপুর এলাকা থেকে ১১টি গরু ডাকাতির ঘটনা ঘটে। গত মাসে জায়লস্কর ইউনিয়নের খুশিপুর গ্রামের তিনটি বাড়ি থেকে ৭টি গরু চুরি হয়। সিলোনীয়া পেট্রোল পাম্পের কাছাকাছি এলাকায় আগস্ট মাসে উত্তর আলীপুর স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষিকার কাছ থেকে দিনদুপুরে সিএনজি থেকে সোনা, নগদ টাকা ও মোবাইল ছিনতাই হয়। এ ঘটনার অভিযোগ থানায় করা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
এ ছাড়া গত মাসে সিলোনীয়া বাজারে স্বামী-স্ত্রীকে আটকে কাবিন তালাশ ও হাতাহাতির ঘটনায় দায়ের করা মামলাতেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। ফলে একের পর এক অপরাধমূলক ঘটনার পর স্থানীয়দের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।

