Logo
Logo
×

সারাদেশ

ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালে ভয়াবহ আগুন, আহত ১০

Icon

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ১২:০৩ পিএম

ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালে ভয়াবহ আগুন, আহত ১০

ছবি: যুগান্তর

ঢাকার ধামরাইয়ে বারোবাড়িয়া এলাকার ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) রাত ৮টার দিকে ০৯ নম্বর বিল্ডিংয়ের চতুর্থ তলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মূহুর্তেই আগুনের লেলিহান শিখা পুরো ভবনটিতে ছেয়ে যায়। কালো ধোয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে চারপাশ। উক্ত ওষুধ কারখানার ভেতরে থাকা অফিসার ও কর্মচারীরা চরম আতঙ্কিত হয়ে পরেন। দৌড়ে নিরাপদ স্থানের দিকে হুড়োহুড়ি করে ছুটতে গিয়ে অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। 

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ধামরাই ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস হাইড্রেন্ট সিস্টেম ব্যবহার করা হয়।

এ ঘটনায় কারো নিহত হওয়ার খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি কতৃপক্ষ।  

তবে আগুনে আইপিএস সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

ঘটনার পর প্রতিষ্ঠানটিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে, তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

ধামরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন কমান্ডার পলাশ মুদক বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ৩টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা আপ্রাণ চেষ্টা করে ও অগ্নিনির্বাপন তৎপরতা চালিয়ে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে সক্ষম হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম