স্ত্রীসহ জুয়েলারি ব্যবসায়ীকে অপহরণ, মুক্তিপণ দাবি
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ০২:০৪ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকার ধামরাই উপজেলার আমতা ইউনিয়নের নয়াপাড়া এলাকা থেকে এক জুয়েলারি ব্যবসায়ী ও তার স্ত্রীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।
অপহৃতরা হলেন—জুয়েলারি ব্যবসায়ী দীপঙ্কর চন্দ্র কর্মকার ওরফে দিপ এবং তার স্ত্রী স্বপ্না রানী রায়। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকালে তারা বাড়ি থেকে বের হলে অপহরণকারীরা তাদেরকে একটি মাইক্রোবাসের ভেতরে তুলে ঘটনাস্থল থেকে দ্রুত চলে যায়।
অপহরণকারীরা ওই দম্পতিকে নিয়ে জামালপুর জেলার বকশীগঞ্জ এলাকায় ঘোরাফেরা করে। রাত ১১টার দিকে তারা ঢাকার ধামরাই পৌরসভার ঢলিভিটা এলাকার কে অ্যান্ড কিউ সিএনজি স্টেশনে এসে ব্যবসায়ীর পরিবারের কাছে ফোন করে মুক্তিপণের জন্য পাঁচ লাখ টাকা দাবি করে।
বিষয়টি স্থানীয় সাংবাদিক ও পুলিশ টের পেলে অপহরণকারীরা তাদেরকে নিয়ে পূর্বদিকে ঢাকা–আরিচা মহাসড়ক হয়ে রওনা দেয়। প্রায় ৩৬ ঘণ্টা পর্যন্ত দীপঙ্করের মুঠোফোন খোলা ছিল। পরবর্তীতে তার সঙ্গে আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। এতে ব্যবসায়ীর পরিবার গভীর উদ্বেগ ও দুশ্চিন্তায় পড়ে।
নিরুপায় হয়ে ব্যবসায়ীর মা রেখা রানী শনিবার সন্ধ্যার দিকে ধামরাই থানায় এসে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগপত্রে তিনি এসব তথ্য ও উপাত্ত বিস্তারিতভাবে উল্লেখ করেন।
রেখা রানী রায় বলেন, আমার ছেলে ও পুত্রবধূকে অপহরণ করা হয়েছে। তাদের মুক্তির জন্য অপহরণকারীরা মোবাইল ফোনে নগদ পাঁচ লাখ টাকা দাবি করেছে। আমার ছেলের ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ হয়ে যাওয়ার পর থেকে আমরা পরিবারের সবাই গভীর উদ্বেগে আছি।
৪৮ ঘণ্টা পার হলেও ব্যবসায়ী দম্পতিকে এখনো উদ্ধার করা যায়নি।
ধামরাই থানার উপ-পুলিশ পরিদর্শক এস এম কাউসার বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। খুব দ্রুতই এ ব্যাপারে অভিযান পরিচালনা করা হবে। ওই ব্যবসায়ীকে স্ত্রীসহ উদ্ধার করতে যা যা করণীয় ধামরাই থানা পুলিশ অবশ্যই সে দায়িত্ব পালন করবে।

