সালথায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে শিক্ষক নিহত
সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ০৩:৪২ পিএম
ফরিদপুরের সালথায় দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে শিক্ষক এস এম ইব্রাহিম শেখ (৪৫) নিহত হয়েছেন।
|
ফলো করুন |
|
|---|---|
ফরিদপুরের সালথায় দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এস এম ইব্রাহিম শেখ (৪৫) নামে এক শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় দুই শিক্ষার্থীসহ আরো তিন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (১৯ অক্টোবর) সকালে উপজেলার সোনাপুর ইউনিয়নে ফুকরা ঈদগাহ এলাকায় সালথা-সোনাপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইব্রাহিম সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী গ্রামের আব্দুর রব শেখের ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক। ইব্রাহিম উপজেলার যোগাড়দিয়া উচ্চ-বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। এদিকে শিক্ষকের এমন মৃত্যুতে স্বজন ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
যোগাড়দিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার দাস জানান, রোববার (১৯ অক্টোবর) সকালে শিক্ষক ইব্রাহিম স্কুলের দুই শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল চালিয়ে উপজেলা সদরে একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথে সালথা-সোনাপুর সড়কের ফুকরা ঈদগাহ এলাকায় তার মোটরসাইকেলটি পৌঁছালে স্থানীয় গ্রামের ভেতর থেকে ওঠে আসা মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে উভয় মোটরসাইকেলে থাকা ৪ জন আহত হন। পরে সালথা ফায়ার সার্ভিসের একটি দল আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা ইব্রাহিমকে মৃত ঘোষণা করেন৷ অপর মোটরসাইকেল চালক বাসার খালাসী (৩৫) গুরুতর আহত হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহত শিক্ষক ইব্রাহিমের সঙ্গে থাকা দুই শিক্ষার্থী আসিবুল ও শাহিনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সালথা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহিনুল ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই ওই শিক্ষকের মৃত্যু হয়েছে। আর গুরুতর আহত একজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়েছে।
সালথা থানার ওসি আতাউর রহমান বলেন, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিক্ষক ইব্রাহিম মারা গেছেন। নিহতের লাশ উদ্ধার করে থানা নিয়ে আসা হয়। পরে পরিবারের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

-68f4b19d88fec.jpg)
