প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় আ.লীগ নেতা
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ০৫:৪২ পিএম
স্ত্রী সন্তানকে কাছে পেয়ে আবেগাপ্লুত সিরাজুল ইসলাম সিরাজ। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
সিলেট কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশগ্রহণ করেছেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম সিরাজ।
রোববার (১৯ অক্টোবর) দুপুর আড়াইটায় কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়ে নিজ গ্রামের জামে মসজিদে বাবার জানাজায় অংশগ্রহণ করেন তিনি।
শনিবার বিকাল ৩টা ১৫ মিনিটে তার বাবা পৌরসভার পূর্ব চাঁন্দশির কাপন গ্রামের রিয়াজ আলী (৯৫) মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে ৫ ছেলে এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন তিনি।
সিরাজুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক।
জানা যায়, সিলেট থেকে ডিবি পুলিশ ও থানা পুলিশের প্রটোকলে জানাজা অংশগ্রহণ করানো হয়। পরে পঞ্চায়েতি কবরস্থানে বাবার দাফন শেষে বিকাল ৩টায় তাকে সিলেট কারাগারের উদ্দেশে নেওয়া হয়।
সিরাজুল গত বছরের ৪ আগস্ট (সরকার পতনের আগের দিন) পৌর শহরের আল-হেরা শপিং সিটি ভাঙচুরের ঘটনায় দ্রুতবিচার আইনে একটি রাজনৈতিক মামলায় কয়েক মাস ধরে কারাগারে আছেন।
