শ্রীপুরে দাদা ইঞ্জিনিয়ারিং কারখানার তার চুরি, আটক ১
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ০৭:৫১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
গাজীপুরের শ্রীপুরে দাদা ইঞ্জিনিয়ারিং কারখানার বিদ্যুতের তার চুরি করার সময় একজনকে আটক করা হয়েছে। রোববার (১৯ অক্টোবর) ভোরে এ চুরির ঘটনা ঘটে। আটক চোরের নাম তানভীর আহমেদ (১৮)।
কারখানার নিরাপত্তা সুপারভাইজার বাকীবিল্লাহ বলেন, ভোরবেলায় কারখানা চলমান অবস্থায় চোর চক্রের সদস্যরা বিদ্যুৎ সঞ্চালনের মেইন তার কেটে ফেললে হঠাৎ মেশিনসহ সবকিছু বন্ধ হয়ে যায়। আমরা দৌড়ে খোঁজাখুঁজির পর তানভীর নামে একজনকে কেটে ফেলা তারসহ আটক করি। এ সময় চোর চক্রের অন্য সদস্যরা দেয়াল টপকিয়ে পালিয়ে যায়।
আটক তানভীর বলেন, আমার সঙ্গে আলমগীর এবং রিয়েলসহ কয়েকজন ছিল। তারা দৌড়ে পালিয়ে গেছে। ভালুকা উপজেলার জামিরদিয়া মাস্টারবাড়ি এলাকার ভাঙারি দোকান মালিক হুমায়ুন, ইব্রাহিম ও কালামের সহযোগিতায় আমরা চুরি করি।
কারখানার জেনারেল ম্যানেজার ইঞ্জিনিয়ার মহিউদ্দিন বলেন, আমাদের কারখানার মজবুত দেয়াল ও প্রয়োজনীয় নিরাপত্তাকর্মী রয়েছেন। তা সত্ত্বেও এ চোর চক্রের সদস্যরা নানা কায়দায় কারখানায় প্রবেশ করে বিদ্যুতের তার কেটে নিয়ে যাচ্ছে। এতে প্রায়ই কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে।
তিনি আরও বলেন, এলাকার একটি সংঘবদ্ধ চোর চক্র এবং কয়েকজন অসাধু ভাঙারি দোকানির যোগসাজশে এ চুরিকার্য চলছে। সাম্প্রতিক সময়ে বেশ কয়েক দফা এমন চুরির ঘটনা ঘটেছে।
শ্রীপুর থানার এসআই মো. আবুল বাশার জানান, একটি চোরের দল দাদা ইঞ্জিনিয়ারিংয়ের ভেতর থেকে বৈদ্যুতিক তামার তার কেটে নেওয়ার সময় হাতেনাতে একজনকে ধরে ফেলেন কারখানার নিরাপত্তা কর্মীরা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির কথা স্বীকার করেছেন আটক তানভীর। এ ঘটনায় কারখানার নিরাপত্তা ইনচার্জ মো. খলিলুর রহমান বাদী হয়ে ছয়জনকে আসামি করে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ করেন।
