Logo
Logo
×

সারাদেশ

হাসনাতের কুমিল্লা-সিলেট মহাসড়ক ব্লকেড স্থগিত

Icon

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ১০:৫৩ পিএম

হাসনাতের কুমিল্লা-সিলেট মহাসড়ক ব্লকেড স্থগিত

দেবিদ্বার নিউমার্কেট এলাকার ভাঙা রাস্তা সংস্কারের দাবিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ঘোষিত কুমিল্লা-সিলেট মহাসড়ক ব্লকেড কর্মসূচি স্থগিত করা হয়েছে।

সম্প্রতি সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসানের সঙ্গে হাসনাত আবদুল্লাহর কথোপকথনের একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

তাতে হাসনাত হুঁশিয়ারি দেন, ২০ অক্টোবরের মধ্যে রাস্তার কাজ শুরু না হলে পরদিন দুপুর ২টার পর থেকে ওই রাস্তা দিয়ে একটি গাড়িও চলতে দেওয়া হবে না; প্রয়োজনে সেখানে ধান-মাছ চাষ হবে।

অডিওটি ভাইরাল হওয়ার পরপরই কুমিল্লা সওজের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা দেবিদ্বারের ভাঙা সড়ক পরিদর্শনে আসেন। রোববার সকালে তিনি উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সফিকুল ইসলাম ভূঁইয়া, উপসহকারী প্রকৌশলী সাইদুর রহমানসহ ফুলগাছতলা থেকে নিউমার্কেট পর্যন্ত পুরো সড়কটি ঘুরে দেখেন।

পরে তিনি সাংবাদিকদের জানান, আগামী ১৫ নভেম্বরের মধ্যে দেবিদ্বার অংশের ফুলগাছতলা থেকে নিউমার্কেট পর্যন্ত ৫ কোটি টাকায় ২৫২ মিটার সড়ক ২৪ ফুট প্রশস্তে ঢালাই করা হবে।

তিনি বলেন, কুমিল্লা-সিলেট মহাসড়কের ময়নামতি, কংশনগর, বারেরা, দেবিদ্বার নিউমার্কেট ও ভিংলাবাড়ি—এই পাঁচটি স্থানের জন্য ১০ কোটি টাকার প্রাক্কলনে পাঁচ ভাগে টেন্ডার আহ্বান করা হয়েছে। এর মধ্যে বারেরা ও নিউমার্কেট অংশের জন্য ৫ কোটি টাকার কাজ দেবিদ্বারেই হবে।

তিনি আরও জানান, গত ১৪ অক্টোবর টেন্ডার ড্রপিং সম্পন্ন হলেও দেবিদ্বার অংশের জন্য কোনো ঠিকাদার দরপত্র জমা দেননি। তাই নতুন করে টেন্ডার আহ্বান করা হবে, যেন নভেম্বরের ১৫ তারিখের মধ্যেই সংস্কারকাজ শুরু করা যায়।

এরপর দুপুরে স্থানীয় একটি হলরুমে সংবাদ সম্মেলন করে এনসিপি দেবিদ্বার উপজেলার যুগ্ম-সমন্বয়কারী শামীম কাউছার ঘোষণা দেন, সওজ কর্তৃপক্ষ ১৫ নভেম্বরের মধ্যে কাজ শুরু করার আশ্বাস দিয়েছে। তাই আমাদের নেতা হাসনাত আবদুল্লাহর নির্দেশে আপাতত ২০ অক্টোবরের মহাসড়ক ব্লকেড কর্মসূচি স্থগিত করা হলো।

তিনি আরও বলেন, আমরা চাই সরকার ঘোষিত সময়ের মধ্যে রাস্তার কাজ শুরু করুক; কিন্তু যদি প্রতিশ্রুতি ভঙ্গ হয়, তবে আবারও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হব।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম