পটিয়ায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ০৯:১১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রামের পটিয়ায় হত্যা মামলায় বাবুল বড়ুয়া নামে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২০ অক্টোবর) ভোররাতে উপজেলার শান্তিরহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বাবুল বড়ুয়া (৩৫) পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দিলীপ বড়ুয়ার পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, বাবলু বড়ুয়া চট্টগ্রাম নগরের বায়োজিদ থানার একটি হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) যুযুৎসা যশ চাকমা বলেন, হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বাবলু বড়ুয়া দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। সোমবার ভোররাতে গোপন অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে আসামিকে আদালতে সোপর্দ করা হয়।
