Logo
Logo
×

সারাদেশ

প্রেমিকাকে ভিডিও কলে রেখে তরুণের ‘আত্মহত্যা’

Icon

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ১০:২০ পিএম

প্রেমিকাকে ভিডিও কলে রেখে তরুণের ‘আত্মহত্যা’

প্রেমিকাকে ভিডিও কলে লাইভে রেখে গলায় ওড়না দিয়ে আত্মহত্যা করেছেন মো. ইয়াসিন মিয়া (১৮) নামে এক তরুণ।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের মসজিদপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে পুলিশ ইয়াছিনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে।

পুলিশ ও মৃতের পরিবারের দাবি, প্রেমঘটিত কারণে ইয়াছিন আত্মহত্যা করে থাকতে পারে। তবে তার মৃত্যুর রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

মৃতের মা হেনা বেগম বলেন, এক মেয়ের সঙ্গে ইয়াসিনের প্রেমের সম্পর্ক ছিল। ওই মেয়ের সঙ্গে তার মনোমালিন্য থেকেই হয়ত আত্মহত্যা করে থাকতে পারে।

তিনি জানান, তার ছেলের কাছে বিয়ের জন্য মোটা অঙ্কের টাকা কাবিন চেয়েছিল মেয়েটি। ইয়াছিন বেকার, সে এত টাকা কোথায় পাবে। এসব কারণে সম্প্রতি সে মানসিক যন্ত্রণায় ছিল।

তিনি আরও বলেন, গতরাতে সে আলাদা ঘরে ছিল। গভীর রাত পর্যন্ত তাকে ফোনে কথা বলতে দেখেছি। ওই মেয়ে তাকে কী বলেছে জানি না। সকালে তার রুমে গিয়ে দেখি ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলছে। এর আগে ওই মেয়ে তার মোবাইলে অনেক ভিডিও কল দিয়েছে বলেও তিনি জানিয়েছেন।

আখাউড়া থানার ওসি মোহাম্মদ ছমিউদ্দিন বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করেছে পুলিশ।

তিনি বলেন, প্রেমঘটিত ঘটনায় ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে বলে তার ধারণা। তবে মৃত্যুরহস্য উদঘাটনে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম