কক্সবাজারে পর্যটককে ছুরিকাঘাত করে মোবাইল ছিনতাই, আটক ৫
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ১০:৩৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কক্সবাজার শহরে অভিযান চালিয়ে ৫ ছিনতাইকারীকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ। রোববার (১৯ সেপ্টেম্বর) রাতে শহরের কলাতলী সাংস্কৃতিক কেন্দ্রের আশপাশের এলাকা থেকে তাদের আটক করা হয়।
সোমবার দুপুর ১২টার দিকে সদর মডেল থানায় এক প্রেস ব্রিফিংয়ে কক্সবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পেয়ার জানান, রোববার বিকাল ৫টার দিকে সাংস্কৃতিক কেন্দ্র এলাকায় কয়েকজন ছিনতাইকারী সিএনজিযোগে এসে এক পর্যটককে ছুরিকাঘাত করে তার ব্যবহৃত মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়।
ঘটনাটি জেলা পুলিশের নজরে আসার পরপরই কক্সবাজার সদর মডেল থানা পুলিশের একটি বিশেষ দল শহরের একাধিক স্থানে অভিযান চালায়। এতে ঘটনাটির সঙ্গে জড়িত ছিনতাই চক্রের মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া ১০টি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন- কক্সবাজার সদরের ঝিলংজা এলাকার বাবুল পিটি স্কুল চেয়ারম্যান ঘাটার সাইফুল ইসলাম, নতুন বাহারছড়ার মো. সোহেল কলাতলীর মো. সিদ্দিক (প্রখ্যাত কানাইয়া), টেকপাড়ার ইমরান সরোয়ার ইমন।
অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পেয়ার জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
