১৩ হাজার পিস ইয়াবারসহ আটক তিন
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ০২:০৭ এএম
আটকরা। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রামের লোহাগাড়ায় ১৩ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় পাচার কাজে ব্যবহৃত বাসটি জব্দ করা হয়।
সোমবার (২০ অক্টোবর) দুপুর ১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি বনরেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- কক্সবাজার জেলার উখিয়া উপজেলার জালিয়া পালং ইউনিয়ন ২নং ওয়ার্ডের বাসিন্দা নুর আহমেদ ছেলে জসিম উদ্দিন (৩৩), সদর উপজেলার ঝিলংজা ইউপির বাসিন্দা শাহীন আলমের ছেলে মহিউদ্দীন (৩০) ও একই এলাকার বাসিন্দা আবু সামার ছেলে মো. করিম (২৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, গাড়িচালক ও হেলপারের সহযোগিতায় বিশেষ কায়দায় ইয়াবা পাচার করছিল এমন তথ্যের ভিত্তিতে বাসটিতে তল্লাশি চালানো হয়। পরে কৌশলে লুকিয়ে রাখা জায়গা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
লোহাগাড়া থানার ওসি মো. আরিফুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবাসহ কারবারিদের আটক করা হয়েছে। পাচারের কাজে ব্যবহৃত বাসটিও জব্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।
