ট্রাকের ধাক্কায় প্রাণ গেল চালক-হেলপারের
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ০৫:৩৪ পিএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
ময়মনসিংহের ত্রিশালে ট্রাকের ধাক্কায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের চালক ও হেলপারের মৃত্যুর খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) ভোর ৫টা ৪০ মিনিটের দিকে ত্রিশালের অদূরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বৈলর বড় পুকুরপাড় জামে মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত চালক আল আমিন (৪০) নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার জয়নাল মিয়ার ছেলে ও রাশেদুল ময়মনসিংহ সদর উপজেলার গোদারাঘাট কালীবাড়ি এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহগামী মালবাহী একটি ট্রাকের চাকা ব্লাস্ট হয়ে গেলে রাস্তার মাঝখানেই দাঁড়িয়ে যায়। এ সময় পেছন থেকে ময়মনসিংহগামী অন্য একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আল আমিন ও রাশেদুলের মৃত্যু হয়।
ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. রাশেদ আহমেদ জানান, হাসপাতালে আনার আগেই দুজনের মৃত্যু হয়েছে।
ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ জানান, লাশ দুটি উদ্ধার করা হয়েছে। ট্রাক দুটি থানা পুলিশের হেফাজতে রয়েছে এবং চালক পলাতক রয়েছেন।
