Logo
Logo
×

সারাদেশ

এবার ১ টাকা কেজি গরুর মাংস বিতরণের ঘোষণা সেই জামিলের

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ০৯:১৫ পিএম

এবার ১ টাকা কেজি গরুর মাংস বিতরণের ঘোষণা সেই জামিলের

১০ টাকায় ইলিশ বিতরণের ঘোষণা দেওয়া সেই মাওলানা রায়হান জামিল এবার ১ টাকা কেজিতে গরুর মাংস বিতরণের ঘোষণা দিয়েছেন। এর আগে ১০ টাকার ইলিশ বিতরণ করতে গিয়ে কম পড়ায় জনগণের তোপের মুখে স্থান ত্যাগ করতে বাধ্য হন তিনি।

জানা গেছে, রায়হান জামিল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফরিদপুর-৪ আসনে নির্বাচন অংশ নিতে চান।

বিভিন্ন স্থানে সাঁটানো হয়েছে গরুর ছবি সংবলিত মাংস বিতরণের পোস্টার। পাশাপাশি এ ধরনের একটি পোস্টার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

পোস্টারে দেখা যায়, রায়হান জামিলের পক্ষ থেকে আগামী ৩০ অক্টোবর ভাঙ্গা উপজেলায় ১ টাকায় এক কেজি গরুর মাংস দেওয়ার ঘোষণা দিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে রায়হান জামিল বলেন, ঘোষণা অনুযায়ী আগামী বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এক টাকায় গরুর মাংস বিতরণ করব। যাদের এই মাংস দেওয়া হবে তাদের তালিকা করে টোকেন দেওয়া হয়েছে। ১০০ জন অসহায়-দরিদ্র মানুষদের তালিকা করে এরই মধ্যে টোকেন দেওয়া হয়েছে।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর ফরিদপুরের সদরপুরে মাত্র ১০ টাকায় ইলিশ মাছ বিতরণের ঘোষণা দিয়েছিলেন মাওলানা রায়হান জামিল। তবে ইলিশের চেয়ে মানুষ বেশি হওয়ায় সস্তায় মাছ নিতে আসা উপস্থিত জনতার মধ্যে শুরু হয় তুমুল হট্টগোল। ৬০০ পিস ইলিশের বিপরীতে ক্রেতা এসেছিলেন প্রায় ২ হাজার। একপর্যায়ে জনতার চাপে ইলিশ রেখে দ্রুত স্থান ত্যাগ করেন রায়হান জামিল।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম