Logo
Logo
×

সারাদেশ

‘দেশে মাদকের সূত্রপাত ঘটিয়েছে শেখ হাসিনা’

Icon

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ০৮:৫১ এএম

‘দেশে মাদকের সূত্রপাত ঘটিয়েছে শেখ হাসিনা’

দুর্নীতি ও লুটপাট করে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছিল ফ্যাসিস্ট হাসিনা। শুধু তাই না দেশে মাদকের সূত্রপাত ঘটিয়েছে শেখ হাসিনা। আগে এত মাদক ব্যবসা ছিল না। এসব হাসিনা এদেশে এনেছে এবং মানুষের চরিত্র নষ্ট করেছে। শুধু তাই নয় মানুষের ভোটের অধিকার, মৌলিক অধিকার সবকিছুই হরণ করেছে শেখ হাসিনা বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ।

মঙ্গলবার বিকালে ৬ নম্বর ওয়ার্ডে সাড়ে তিন শত পরিবারের মাঝে মশারি বিতরণের এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

অধ্যাপক মামুন মাহমুদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র মেরামতে যে ৩১ দফা ঘোষণা করেছেন রাষ্ট্রকে নতুন করে সংস্কার করার জন্য। কারণ বিগত ১৫ বছরের শেখ হাসিনার সরকারে রাষ্ট্রকে কি করেছে তা আপনারা জানেন। এই রাষ্ট্র জায়গায় তারা ধ্বংস করেছে। শাসন ব্যবস্থা থেকে শুরু করে বিচার বিভাগ ব্যবস্থা থেকে আইনের শাসন নেই। 

তিনি বলেন, আপনাদেরকে ভোট দিতে দেয়নি তারা দাঁড়িয়ে থেকে আপনাদের ভোট দিয়ে দিত। জোর করে তাদের সামনেই ভোট দেওয়া হতো। এটা কিন্তু একটি গণতান্ত্রিক দেশের মানুষের অধিকার হতে পারে না তারা এভাবে মানুষের অধিকার কে হরণ করেছে। তারা আপনাদের অধিকার আপনাদেরকে পালন করতে দেইনি। সে অধিকারের জন্যই কিন্তু বিএনপি দীর্ঘ ১৬টি বছর রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে। সে আন্দোলন সংগ্রামের মাধ্যমে কিন্তু আমরা খুনি শেখ হাসিনাকে বিতাড়িত করেছি। 

তিনি আরও বলেন, আপনাদের এখানে অনেকে স্বামী সন্তান ও বাবা মা সবাইকে হারিয়ে ফেলেছেন, কিন্তু পাকিস্তান যেতে পারেন নাই। পাকিস্তানে আপনাদের প্রত্যাবর্তন হয়নি কারণ তারা আপনাদেরকে ফেরত নেইনি। আমি চিন্তাভাবনা করেই আপনাদের এই এলাকার ভোটার করে দিয়েছি। বর্তমানে আপনাদের এই ক্যাম্পে সাত হাজারেরও অধিক ভোটার আপনারা হয়েছেন। সুতরাং আপনাদের মর্যাদা ও সম্মান বৃদ্ধি পেয়েছে, আপনার মূলধারার সাথে এই জাতির সাথে মিলেমিশে বসবাস করার সুযোগ পেয়েছেন।

বিহারী ক্যাম্পের চেয়ারম্যান লিয়াকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য অকিল উদ্দিন ভুইয়া এবং যুবদল নেতা ওয়াসিম আসলাম। এর আগে তিনি আদমজী এলাকায় ৩১ দফার প্রচারপত্র বিলি ও গণসংযোগ করেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম