Logo
Logo
×

সারাদেশ

প্রবাসীর স্ত্রীকে জোরপূর্বক যুবদল সভাপতির সঙ্গে বিয়ে দিলেন যুবলীগ নেতা

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ১১:১৮ এএম

প্রবাসীর স্ত্রীকে জোরপূর্বক যুবদল সভাপতির সঙ্গে বিয়ে দিলেন যুবলীগ নেতা

ছবি: যুগান্তর

কুমিল্লার চৌদ্দগ্রামে প্রবাসীর স্ত্রীকে হাত পা বেঁধে নির্যাতনের পর পরকীয়া প্রেমিক যুবদল সভাপতির সঙ্গে জোরপূর্বক বিয়ে দিলেন যুবলীগ নেতা। মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে বজলুর রহমান নামের যুবলীগ নেতা এবং ইউপি সদস্য কর্তৃক ওই গৃহবধূকে লোমহর্ষক নির্যাতনের একটি ভিডিও ভাইরাল হয়েছে। 

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) উপজেলার ৪নম্বর শ্রীপুর ইউনিয়নের গোপালনগর গ্রামে এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার গৃহবধূ ওই গ্রামের প্রবাসী রতন মিয়ার স্ত্রী। পরে গৃহবধূকে ওই ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি তারা পুষ্করুণী গ্রামের বিল্লাল মিয়ার সঙ্গে বিয়ে দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই প্রবাসীর স্ত্রীর সঙ্গে যুবদল সভাপতি বিল্লাল মিয়ার অনৈতিক সম্পর্কের অভিযোগে তাদেরকে আটক করা হয়। এ নিয়ে গোপালনগর গ্রামের আওয়ামী লীগ নেতা বজলু মেম্বারের নেতৃত্বে সালিশ বৈঠক বসে। ভিডিওতে দেখা যায়, সালিশে হাত পা বাঁধা অবস্থায় বজলু মেম্বার ওই প্রবাসীর স্ত্রীকে লাঠি পেটা এবং শারীরিক নির্যাতন করছে। তবে যুবদল নেতাকে কোন ধরণের নির্যাতন করতে দেখা যায়নি। 

স্থানীয়রা জানায়, প্রবাসীর স্ত্রীকে ব্যাপক নির্যাতন করেছে আওয়ামী লীগ নেতা বজলু মিয়া। তবে পরকীয়া প্রেমিক যুবদল নেতা বিল্লাল মিয়াকে কিছুই করা হয়নি।  

বজলু মেম্বার বলেন, ওই মহিলা আমার ভাতিজার স্ত্রী। তাদেরকে হাতেনাতে ধরে আমি ভাতিজার স্ত্রীকে মেরেছি, তবে এটা আমার উচিত হয়নি। পরে বিল্লালের সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, বিল্লাল এর আগে বিবাহিত ছিলেন। তার সংসারে স্ত্রী ও চারটি মেয়ে রয়েছে। এছাড়াও নির্যাতনের শিকার প্রবাসীর স্ত্রী দুই সন্তানের জননী।

স্থানীয়রা দুটি সংসার ভাঙ্গনের পেছনে আওয়ামী লীগ নেতা বজলু মিয়াকে দায়ী করে তার বিচার দাবি করেছেন।

চৌদ্দগ্রাম থানার ওসি হিলাল উদ্দিন আহমেদ জানান, প্রবাসীর স্ত্রীকে নির্যাতনের ভিডিওটি নজরে এসেছে এবং এই বিষয়ে ব্যবস্থা গ্রহণে পুলিশ কাজ করছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম