ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
রংপুরের তারাগঞ্জে বাসের চাপায় মোতালেব হোসেন (৩৮) নামের একজন অটোচালক নিহত হয়েছেন। বুধবার (২২ অক্টোবর) সকাল ৬টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার ইকরচালি বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অটোচালক নীলফামারী কিশোরগঞ্জ উপজেলার উল্টার বাজার বাহাগিলী মুন্সিপাড়া গ্রামের মঞ্জুর হোসেনের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (২২ অক্টোবর) সকাল ৬টায় অটোচালক মোতালেব হোসেন যাত্রী তোলার অপেক্ষায় অটো নিয়ে ইকরচালি বাজারে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ত্রিশাল থেকে ছেড়ে আসা ভাই ভাই মুরাদ ক্ল্যাসিক বাস উল্টো পথে এসে অটোচালক মোতালেব হোসেনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী আরাফাত হোসেন জানান, নামাজ পড়ে দোকান খোলার জন্য সকালে বাজারে এসে দেখি বাসটি অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে বাম থেকে ডানদিকে ঢুকে যায়। এতে করে অটোচালক দুমড়ে-মুচড়ে যায়। সঙ্গে সঙ্গে তিনি মারা যান।
তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, এ ঘটনায় বাসের চালক ও হেলপার পালিয়ে গেলেও বাস ও অটো জব্দ করা হয়েছে। এছাড়া নিহত মোতালেবের লাশ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে।

