Logo
Logo
×

সারাদেশ

কক্সবাজারে হোটেলে পর্যটকের মৃত্যু, দুই নারীসহ আটক ৪

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ০৮:৩২ পিএম

কক্সবাজারে হোটেলে পর্যটকের মৃত্যু, দুই নারীসহ আটক ৪

কক্সবাজার শহরের কলাতলী এলাকায় একটি আবাসিক হোটেল থেকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মোহাম্মদ রুবেল (৪২) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য দুই নারীসহ চারজনকে আটক করেছে পুলিশ।

নিহত রুবেল নওগাঁ জেলার মহাদেবপুর এলাকার আব্দুস লতিফের ছেলে।

আটকরা হলেন— রুবেলের বন্ধু মো. মামুন (৪৮), মো. মোতালেব (৩৬) এবং কক্সবাজারের স্থানীয় দুই নারী।

বুধবার (২২ অক্টোবর) সকালে কক্সবাজার জেলা সদর হাসপাতালে আনার পর চিকিৎসকরা রুবেলকে মৃত ঘোষণা করেন।

হোটেল সূত্রে জানা গেছে, গত ১৫ অক্টোবর নওগাঁ থেকে প্রাইভেটকারযোগে চালকসহ কক্সবাজারে আসেন রুবেল। ওই দিন তিনি কলাতলী হোটেল-মোটেল জোনের হাইপেরিয়ান হোয়াইট প্যালেস হোটেলে ওঠেন। পরে চালক ফিরে গেলেও রুবেল সেখানেই অবস্থান করছিলেন। এর মধ্যে ২০ অক্টোবর নওগাঁ থেকে তার আরও চার বন্ধু কক্সবাজারে এসে একই হোটেলে ওঠেন।

মঙ্গলবার রাতে হোটেলের ৪০৭ নম্বর কক্ষে বন্ধুদের সঙ্গে অবস্থানকালে রুবেল অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর থানার ওসি ইলিয়াছ খান বলেন, খবর পেয়ে পুলিশ হোটেলটি পরিদর্শন করে এবং হাসপাতাল থেকে পর্যটকের মৃতদেহ উদ্ধার করে। এ সময় হাসপাতালে উপস্থিত দুই নারী ও দুই পুরুষকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—অতিরিক্ত মদ্যপানের কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে। মৃতের লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম