কয়রায় ৪০ অমুক্তিযোদ্ধা চিহ্নিত, জেলা কমান্ডে তালিকা
খুলনা ব্যুরো
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ০৩:২৪ এএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
স্বাধীনতার দীর্ঘ ৫৪ বছর পর খুলনার কয়রা উপজেলায় ৪০ জনকে অমুক্তিযোদ্ধা হিসাবে চিহ্নিত করা হয়েছে। সনদ বাতিলের জন্য তাদের তালিকা খুলনা জেলা কমান্ডে জমা দিয়েছে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ। বর্তমানে উপজেলায় ১৬৮ জন মুক্তিযোদ্ধা ভাতা নিচ্ছেন বলে জানা গেছে।
উপজেলা সংসদের ভারপ্রাপ্ত আহ্বায়ক এমদাদুল হক গাজী জানান, অমুক্তিযোদ্ধাদের সামাজিকভাবে বয়কট এবং মৃত্যুর পর ‘গার্ড অব অনার’ না দেওয়ার জন্য প্রশাসনকে অনুরোধ করা হয়েছে।
১৯৯৬ সালের পর সরকারি সুযোগ-সুবিধার লোভে অসত্য তথ্য ও জালিয়াতির মাধ্যমে মুক্তিযোদ্ধা সনদ নেওয়ার প্রবণতা বাড়ে। অভিযোগ রয়েছে, উপজেলার মসজিদকুড় গ্রামের আব্দুর রহমান সানা ও সাংবাদিক মৃত জিএম মতিউর রহমান অনেককে সনদ পেতে সহায়তা করেন।
তালিকাভুক্ত অমুক্তিযোদ্ধারা হলেন-আকছেদ আলী, খোদাবক্স সানা, মোফাজ্জেল হোসেন, নূর আলী, আব্দুল আজিজ, আবু বক্কর সিদ্দিকী, অসিত বরণ, আব্দুস সবুর, আব্দুল মালেক, আব্দুর রাজ্জাক, ফজলুল হক, মাধব কুমার, আব্দুল গফুর, আশরাফ হোসেন, মাধব চন্দ্র, নির্মল চন্দ্র, ইমতাজ উদ্দীন, প্রভাষক লুৎফর রহমান, মৃত আব্দুল গফুর, আব্দুল গফ্ফার, গফুর গাজী, রশিদ, মেছের আলী, বট কৃষ্ণ, আবুল হোসেন, আফতাব উদ্দিন, ছফেদ আলী, আব্দুল হাকিম, এনসান আলী, লুৎফর রহমান, সানা, সুরত আলী, ইউসুফ আলী, আব্দুল জব্বার, আনোয়ার হোসেন, মৃত আব্দুল খালেক, ফজর আলী, আব্দুর রাজ্জাক, এমদাদ আলী সরদার ও আসাদুল সানা। তারা সবাই উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।
