Logo
Logo
×

সারাদেশ

ভুল নাম্বারের কলেই কিশোরীর সর্বনাশ, লম্পট ইমরান গ্রেফতার

Icon

যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ০৮:০৪ পিএম

ভুল নাম্বারের কলেই কিশোরীর সর্বনাশ, লম্পট ইমরান গ্রেফতার

ভুল নাম্বারে ফোন কল থেকেই মানিকগঞ্জের এক কিশোরীর জীবন তছনছ হয়ে গেছে। বিয়ের প্রলোভনে প্রেমের ফাঁদ পেতে একাধিকবার ধর্ষণের অভিযোগে কুমিল্লার যুবক ইমরান হোসেন (৩০) গ্রেফতার হয়েছেন।

ঘটনাটি ঘটেছে শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের সুবুলিয়া ডাঙ্গা গ্রামে।

পুলিশ জানায়, এক মাস আগে কিশোরীর মায়ের মোবাইল ফোন থেকে ভুলবশত কল চলে যায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চাঁদপুর গ্রামের ইউনুস মিয়ার ছেলে ইমরানের নাম্বারে। এরপর থেকেই ইমরান ওই কিশোরীর সঙ্গে যোগাযোগ শুরু করে এবং প্রেমের সম্পর্ক গড়ে তোলে।

অভিযোগ অনুযায়ী, গত ২ অক্টোবর দিবাগত রাতে ইমরান কিশোরীর নানার বাড়িতে প্রবেশ করে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করে। পরে কাউকে না জানাতে হুমকিও দেয়। পরে জানা যায়, ইমরান বিবাহিত এবং তার স্ত্রী ও তিন সন্তান রয়েছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়েছে।

ঘটনার পর কিশোরী মাকে জানালে স্থানীয়দের সহায়তায় মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে ইমরানকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। বুধবার দুপুরে আদালতে হাজির করলে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

শিবালয় থানার পরিদর্শক (তদন্ত) মানবেন্দ্র বালো বলেন, অভিযুক্ত ইমরান একাধিকবার ধর্ষণের কথা আদালতে স্বীকার করেছেন। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ভুক্তভোগীর বাবা জানান, আমার মেয়ে মানসিকভাবে ভেঙে পড়েছে। আমরা ন্যায়বিচার চাই।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম