জ্ঞানীর ঘুম মূর্খের ইবাদতের চেয়ে উন্নত: সারওয়ার
ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ১০:৪০ পিএম
বক্তব্য রাখছেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেছেন, যত্ন করলে রত্ন মিলবে। ইসলামের শিক্ষা হচ্ছে- জ্ঞানীর ঘুম মূর্খের ইবাদতের চেয়ে উন্নত। জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। ইসলামের এ শিক্ষাকে কাজে লাগিয়ে নিজেকে শিক্ষার্থীদের একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর ১টায় ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার আদর্শ সরকারি মহিলা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়তে শিক্ষকদের সেবার মানসিকতা নিয়ে নিরলসভাবে কাজ করা দরকার। মনে রাখবেন, শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন, পাঠ্যসূচি, বই পৃথিবীর সবখানে প্রায় সমান। শুধু শিক্ষকরা আন্তরিক হলেই শিক্ষার্থীরা তাদের মেলে ধরতে পারবে।
সারওয়ার আলম বলেন, আমি চাই, আমাদের সন্তানরা ভালো কলেজে পড়ুক, ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হোক এবং নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলুক। শিক্ষকতাকে পেশা নয়, বরং নেশা ও ইবাদত হিসেবে গ্রহণ করতে হবে।
কলেজের অধ্যক্ষ আব্দুল মুকিত আজাদের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক অর্পনা চৌধুরী এবং প্রভাষক সাইদুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়নাল আবেদীন, সহকারী অধ্যাপক কৃপা সিন্ধু দেব, নীশেন্দু পোদ্দার, ইব্রাহিম কয়েছ, শিক্ষার্থী আফিয়া আহমেদ, নাজমিন নাহার, ফাতেমা সানজিদা।
অনুষ্ঠানের শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী আনিসা জাহান তানজিদা, গীতা পাঠ করেন সুচিত্রা রাণী দেব।
