Logo
Logo
×

সারাদেশ

টেকনাফের পাহাড়ে জিম্মি ৪৪ জনকে উদ্ধার

Icon

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৫, ০৩:৫৪ পিএম

টেকনাফের পাহাড়ে জিম্মি ৪৪ জনকে উদ্ধার

ছবি: যুগান্তর

কক্সবাজারের টেকনাফ থেকে পাচারের উদ্দেশে নারী ও শিশুসহ জিম্মি করে রাখা ৪৪ জনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। 

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতভর অভিযান চালিয়ে টেকনাফের উপকূলীয় এলাকার পাহাড় থেকে তাদের উদ্ধার করা হয়। 

বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক জানান, অভিযান শেষে উদ্ধারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়ার জন্য কোস্ট গার্ডের হেফাজতে নেওয়া হয়েছে। 

এ ঘটনা সম্পর্কে বিস্তারিত জানাতে বিকাল সাড়ে ৩টায় টেকনাফের কেরনতলী কোস্ট গার্ড স্টেশনে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম