Logo
Logo
×

সারাদেশ

পিকআপের ধাক্কায় প্রাণ গেল অটোভ্যানে থাকা নানি-নাতনির

Icon

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ০৬:৩৩ পিএম

পিকআপের ধাক্কায় প্রাণ গেল অটোভ্যানে থাকা নানি-নাতনির

প্রতীকি ছবি। যুগান্তর

নীলফামারীর ডিমলায় নবজাতককে টিকা দিতে নিয়ে যাওয়ার পথে মালবাহী পিকআপের ধাক্কায় ব্যাটারিচালিত অটোভ্যানে থাকা নানি ও নাতনির মৃত্যু হয়েছে। 

রোববার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার গয়াবাড়ী ইউনিয়নের ঘোড়ামারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

মৃতরা হলেন- ইউনিয়নের গয়াবাড়ী স্কুল অ্যান্ড কলেজ এলাকার আব্দুস ছাত্তার খানের স্ত্রী সুর্য খাতুন (৫৫) ও তার ১৪ দিনের নাতনি শুটিবাড়ি বাজার এলাকার বাবুল হোসেনের মেয়ে সামিয়া আক্তার। 

স্থানীয়রা জানান, বেলা সাড়ে ১১টার দিকে নাতনিকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কর্মপ্লেক্সে টিকা দেওয়ার জন্য ব্যাটারিচালিত ভ্যানে করে যাচ্ছিলেন সুর্য খাতুন। এ সময় পেছন থেকে আসা একটি মালবাহী পিকআপ তাদের ভ্যানে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সামিয়ার মৃত্যু হয়। আহত সুর্য খাতুনকে উপজেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। 

বিষয়টি নিশ্চিত করে ডিমলা থানার ওসি ফজলে এলাহী জানান, এলাকাবাসী পিকআপটি আটক করলেও চালক পালিয়ে গেছেন। পিকআপটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এছাড়া তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম