|
ফলো করুন |
|
|---|---|
ফেনীতে এক গাভির সিজার অপারেশনে বাছুরের জন্ম হয়েছে। ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের লক্ষীপুর গ্রামে একটি নতুন খামারে এ সিজার অপারেশন করেন পশু চিকিৎসক ডা. জিয়াউদ্দিন ইব্রাহিম।
ডা. জিয়াউদ্দিন ইব্রাহিম বলেন, লক্ষীপুর গ্রামের খামারি দুলাল মিয়ার পালিত একটি গাভি গত ৩ দিন ধরে প্রসব বেদনা উঠলে স্থানীয় পশু চিকিৎসকদের নিয়ে ডেলিভারির চেষ্টা করা হয়। এতে দীর্ঘ সময় ডেলিভারি না হওয়ায় আমাকে জানায়। আমি গরুর পরিবেশ দেখে বুঝতে পারি এ গরুর নরমাল ডেলিভারি সম্ভব নয়। তাই মালিক দুলাল মিয়ার অনুমতি নিয়ে সিজার অপারেশন করি। এখন বাছুর ও গাভি সুস্থ রয়েছে।
খামারের মালিক দুলাল মিয়া জানান, তার খামারের একটি গাভির ৩ দিন আগে প্রসব বেদনা উঠলেও ডেলিভারি না হওয়ায় ডা. জিয়াউদ্দিন ইব্রাহিমকে খবর দিলে তিনি সিজার অপারেশনের মাধ্যমে বাছুর প্রসব করান। সিজারে ১৫ হাজার টাকা খরচ হয়েছে।
