Logo
Logo
×

সারাদেশ

সড়কে প্রাণ গেল মা–ছেলের

Icon

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ১১:১০ পিএম

সড়কে প্রাণ গেল মা–ছেলের

চট্টগ্রামের মীরসরাইয়ে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে মা ও ছেলে প্রাণ হারিয়েছেন।

রোববার (২৬ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার বারইয়ারহাট থেকে রামগড়-খাগড়াছড়ি সড়কের ঘেড়ামারা এলাকায় ফরেস্ট অফিসসংলগ্ন নাহার এগ্রোর সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাবেয়া বেগম (৩৫) ও তার ছেলে মো. হোসেন (১০)। তারা ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার বাগানবাজার ইউনিয়নের মোহাম্মদপুর শান্তিনগর এলাকার বাসিন্দা।

আহত হয়েছেন- রাবেয়া বেগমের স্বামী মো. জাকির হোসেন (৫০), আনজু বেগম (৪৫), তার ছেলে নাহিদুল ইসলাম (৩) এবং রাশেদ (২০)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

জোরারগঞ্জ থানার ওসি আব্দুল হালিম জানান, নিহতদের বাড়ি পার্শ্ববর্তী এলাকায় বলে স্বজনরা মৃতদেহ নিয়ে গেছেন। আহতদের চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম