খুলনার ছয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যারা
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ১১:১৩ এএম
|
ফলো করুন |
|
|---|---|
খুলনার ছয়টি আসনে বিএনপির একাধিক প্রার্থীর প্রচারণায় দলের মধ্যে খানিকটা বিভেদের সৃষ্টি করেছে। বিশেষ করে এক যুগেরও বেশি সময় এলাকায় না থাকা, হামলা ও মামলার আসামি না হওয়া, আওয়ামী লীগের আমলে আত্মগোপনে থাকা একাধিক বিএনপি নেতা সংসদ-সদস্য প্রার্থী হতে দৌড়ঝাঁপ শুরু করেছেন।
তাই দলীয় শৃঙ্খলা ফেরাতে এবং আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার উদ্দেশ্যে আজ বিকালে আগ্রহী প্রার্থীদের ডাকা হয়েছে। অনলাইনের মাধ্যমে আগ্রহী বেশ কয়েকজন প্রার্থীর সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কথা বলবেন। ইতোমধ্যে বেশির ভাগ নেতা ঢাকায় অবস্থান করছেন।
জানা গেছে, খুলনা-১ (বটিয়াঘাটা-দাকোপ) আসনে মাঠে রয়েছেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবং পূর্বে বিএনপির মনোনয়ন নিয়ে নির্বাচনে অংশ নেওয়া আমীর এজাজ খান, কেন্দ্রীয় বিএনপির প্রভাবশালী এক নেতার বন্ধু হিসাবে পরিচিত জিয়াউর রহমান পাপুল, সাবেক ছাত্রদল নেতা পার্থ দেব মন্ডল, জেলা যুবদলের সাবেক সভাপতি শামীম কবির, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি তৈয়েবুর রহমান এবং অ্যাডভোকেট গোবিন্দ হালদার।
তাদের মধ্যে পাপুল ও পার্থ দেব বিগত দিনগুলোতে প্রত্যক্ষভাবে আসনটির মানুষের পাশে ছিলেন না বলে অভিযোগ রয়েছে। অন্য প্রার্থীরা বিএনপির আন্দোলন ও সংগ্রামে মাঠে ছিলেন এবং প্রায় সবাই একাধিক মামলার আসামি। আমীর এজাজ খান ও জিয়াউল ইসলাম পাপুল মিটিংয়ে উপস্থিত থাকার বিষয়ে সংকেত পেয়েছেন বলে নিশ্চিত করেন।
খুলনা-২ (সদর-সোনাডাঙ্গা) আসনটিতে হেভিওয়েট প্রার্থী রয়েছেন তিনজনই। তারা হলেন সাবেক সংসদ-সদস্য নজরুল ইসলাম মঞ্জু, নগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা এবং নগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। তিনজনই মিটিংয়ে উপস্থিত থাকার জন্য সিগন্যাল পেয়েছেন। মঞ্জু জানান, তাকে ফোন এবং এসএমএসের মাধ্যমে মিটিংয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে। তুহিন জানান, আমাকে খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ফোন দিয়েছিলেন।
খুলনা-৩ (দৌলতপুর-খালিশপুর-খানজাহানআলী) আসনে এককভাবে প্রার্থী রয়েছেন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও বিগত নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী রকিবুল ইসলাম বকুল।
খুলনা-৪ ( রূপসা-তেরখাদা-দিঘলিয়া) আসনে প্রার্থী রয়েছেন বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক পারভেজ মল্লিক এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহ কামাল তাজ। আজিজুল বারী হেলাল দেশের বাইরে অবস্থান করার কারণে মিটিংয়ে থাকতে পারছেন না। তবে পারভেজ মল্লিক উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে একক প্রার্থী সাবেক সংসদ-সদস্য ও বিসিবির সাবেক সভাপতি আলী আজগর লবী। খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনটিতে আগ্রহী প্রার্থীরা হলেন জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম, সাংবাদিক আমিরুল ইসলাম কাগজী, বাসসের চেয়ারম্যান আনোয়ার আলদীন, পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতি ডা. আব্দুল মজিদ, বিএনপির সদস্য রফিকুল ইসলাম।
এর মধ্যে মন্টু ও মোমরেজুল ইসলাম মিটিংয়ে উপস্থিত থাকার আহ্বান পেয়েছেন। এছাড়া প্রার্থীদের মধ্যে অনেকেই আওয়ামী লীগ সরকারের আমলে এলাকায় ছিলেন না। এমনকি কোনো রাজনৈতিক কর্মসূচিতেও অংশ নেননি বলে জানা গেছে।
বিএনপির খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত যুগান্তরকে জানান, আগ্রহী সব প্রার্থীকে ডাকা হচ্ছে না। দল থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কাকে ডাকা হবে। মোট কতজনকে ফোন দেওয়া হয়েছে এটা বলা মুশকিল। ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিকাল ৫টার পরে আগ্রহী প্রার্থীদের সঙ্গে অনলাইনে কথা বলবেন। এখানে কোনো প্রার্থী চূড়ান্ত হবে না। আগামী নির্বাচনকে কেন্দ্র করে ঐক্যবদ্ধভাবে কাজ করার উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক আলোচনা হতে পারে।

