Logo
Logo
×

সারাদেশ

বাড়ি ফেরার পথে ৪ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

Icon

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ১১:০০ পিএম

বাড়ি ফেরার পথে ৪ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

টেকনাফের নাফ নদী। ছবি: যুগান্তর

কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে মাছ শিকার শেষে বাড়ি ফেরার পথে নৌকাসহ চার জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। 

সোমবার (২৭ অক্টোবর) বিকালে শাহপরীর দ্বীপের মিয়ানমার রাখাইন রাজ্যের নাইক্ষ্যংদিয়া সংলগ্ন নদে নৌকাটি জব্দ করা হয়। গত দেড় বছর ধরে এলাকাটি মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে।

যাদেরকে ধরে নেওয়া হয়েছে, তারা হলেন- শাহপরীর দ্বীপ জালিয়া পাড়ার বাসিন্দা নৌকার মালিক আব্দুর রহমান (৩৮), তার ভাই আবুল কালাম (৪০) ও একই এলাকার শফি আলম (১৯)। এছাড়া মনির আহমদ নামে একজন রোহিঙ্গা জেলেও তাদের সঙ্গে ধরে নিয়ে ‍যাওয়া হয়।

আরাকান আর্মি পরিচালিত ‘গ্লোবাল আরাকান নেটওয়ার্ক’ নামে একটি ওয়েব ও ফেসবুক পেজে জেলে ও নৌকার ছবি প্রকাশ করে দাবি করা হয়, জলসীমা লঙ্ঘন করায় চার জেলে ও একটি নৌকা আটক করা হয়েছে। 

এ প্রসঙ্গে সাবরাং ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের ইউপি সদস্য ও জালিয়া পাড়ার বাসিন্দা আব্দুস সালাম বলেন, স্থানীয় জেলেদের কাছ থেকে শুনেছি জালিয়া পাড়ার একটি নৌকাসহ চার জেলেকে আরাকান আর্মি ধরে নিয়ে গেছে। বিষয়টি আমরা প্রশাসনকে জানিয়েছি।

জালিয়া পাড়ার স্থানীয় বাসিন্দা ও জেলে সমিতির সভাপতি আব্দুল গণি বলেন, জেলে আব্দুর রহমানের নৌকাটি সোমবার সকালে নাফ নদে মাছ ধরতে যায়। বিকালে ফেরার পথে মিয়ানমার নাইক্ষ্যংদিয়া সংলগ্ন নাফ নদের সীমানা থেকে আরাকান আর্মির একটি টহলদল নৌকাটিকে ধাওয়া করে আটক করে নিয়ে যায়। নৌকাটিতে চার জেলে ছিলেন।

টেকনাফ উপজেলা সিনিয়র মৎস অফিসার দেলোয়ার হোসেন জানান, বিষয়টি আমি জানি না। তবে খবর নিচ্ছি। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম