Logo
Logo
×

সারাদেশ

মেয়ে-জামাতার ঝগড়া মেটাতে গিয়ে বৃদ্ধার মৃত্যু

Icon

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ১০:০২ পিএম

মেয়ে-জামাতার ঝগড়া মেটাতে গিয়ে বৃদ্ধার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মেয়ে জামাইয়ের ঝগড়া মেটাতে গিয়ে বৃদ্ধার মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে আখাউড়া রেলওয়ে কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত রওশন আরা বেগম (৬৫) আখাউড়া ট্রাফিক রানিং রেলওয়ে কলোনি এলাকার বাসিন্দা রুহুল আমিনের স্ত্রী।

মৃতের মেয়ে শিল্পী বেগম জানান, ভগিনীপতি সাইফুল ইসলাম সকালে তার বোন তাসলিমার সঙ্গে সাংসারিক বিষয়ে বাগবিতণ্ডায় জড়ান। এ সময় তার মা রওশন আরা বেগম তাদের মধ্যে ঝগড়া মেটাতে এগিয়ে আসেন। এ সময় তিনি অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সজীব কুমার দেবনাথ তাকে মৃত ঘোষণা করেন।

আখাউড়া থানার ওসি মোহাম্মদ ছমিউদ্দিন বলেন, খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। তবে এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম