শ্বশুরবাড়ি থেকে স্ত্রীকে না আনায় বাবার ওপর রাগ করে ছেলের কাণ্ড
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ১০:১০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
গাইবান্ধার সুন্দরগঞ্জে শ্বশুরবাড়ি থেকে বউ না নিয়ে আসায় বাবার ওপর রাগ করে অভিমানে নিজের শরীরে পেট্রল ঢেলে আত্মহত্যার চেষ্টা করেছেন এক যুবক।
মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটেছে সুন্দরগঞ্জ উপজেলার ধুপাডাঙ্গা ইউনিয়নের নতুনবাজার এলাকায়।
সুন্দরগঞ্জ উপজেলার নতুনবাজার এলাকার বাসিন্দা মো. চান মিয়া। পিতামাতার সম্মতিতেই প্রায় চার বছর আগে ছেলে রায়হান মিয়াকে সামাজিকভাবে বিয়ে দেওয়া হয় সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙা ইউনিয়নের বড় দিঘিরপার গ্রামে। সংসারে দুটি সন্তানও হয়। কিন্তু এর মধ্যেই রায়হান মিয়া পরকীয়ায় জড়িয়ে পড়েন। স্ত্রী আদুরী বেগম স্বামীর অপকর্ম টের পেয়ে তার শ্বশুর-শাশুড়িকে জানান।
তারা কোনো ব্যবস্থা না নেওয়ায় শ্বশুর চান মিয়া ও শাশুড়ির সঙ্গে আদুরীর বনিবনা হচ্ছিল না। পরিবারের এ অশান্তির কারণে রায়হান মিয়ার স্ত্রী আদুরী বেগম প্রায় এক মাস আগে তার দুই সন্তানকে নিয়ে বাবার বাড়ি চলে যান।
রায়হান তার স্ত্রীকে আনার জন্য কয়েকবার শ্বশুরবাড়ি গেলেও স্ত্রী আদুরী বেগম আসতে রাজি হননি। রায়হান মিয়া তার বাড়িতে চলে আসেন। এ ঘটনায় রায়হান মিয়ার সঙ্গে পারিবারিক দ্বন্দ্ব আরও বড় আকার ধারণ করে। রায়হান মিয়া তার স্ত্রীকে শ্বশুরবাড়ি থেকে আনার জন্য পিতা চান মিয়ার কাছেও আবদার করেন। তার পিতা রাজি হননি।
এ ঘটনাকে কেন্দ্র করে চান মিয়ার ওপর অভিমান করে রায়হান মঙ্গলবার দুপুরে নিজ বাড়িতে শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। রায়হানের শরীরে আগুন দেখে প্রতিবেশী ও পিতামাতা এসে পানি ঢেলে আগুন নেভান; কিন্তু ততক্ষণে তার শরীরে অনেক অংশ পুড়ে ঝলসে যায়। রায়হানের শরীরের অবস্থার অবনতি হলে দুপুরেই উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সুন্দরগঞ্জ থানার ওসি আ. হাকিম আজাদ জানান, স্থানীয় চেয়ারম্যান ফোন করে বিষয়টি জানিয়েছেন। ওই যুবককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এ বিষয় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
