Logo
Logo
×

সারাদেশ

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বিএনপি কর্মীর মৃত্যু

Icon

শেরপুর উত্তর প্রতিনিধি

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ১০:৪১ পিএম

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বিএনপি কর্মীর মৃত্যু

শেরপুরে যুবদলের সভা। ছবি: সংগৃহীত

শেরপুরের নকলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশ নিতে এসে বাদশা মিয়া (৪৮) নামে এক বিএনপি কর্মীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় পৌরশহরের কাচারী মসজিদের সামনে এ ঘটনা ঘটে। 

মৃত বাদশা মিয়া উপজেলার উরফা দক্ষিণপাড়া এলাকার মৃত ছফর উদ্দিনের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, বাদশা মিয়া বিএনপির একনিষ্ঠ কর্মী ছিলেন। নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে উপজেলা যুবদল। সভায় মিছিল যোগে আসেন বাদশা মিয়া। হঠাৎ অসুস্থতা বোধ করলে সভাস্থল ত্যাগ করে শহরের কাচারী মসজিদ এলাকায় রাস্তায় পড়ে যান তিনি। পরে দলের অন্যরা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

চিকিৎসক মালিহা নুঝাত প্রাথমিকভাবে জানিয়েছেন, তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়েছে।

বাদশার মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে যান উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক খোরশেদুর রহমান, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলাল, যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন মুক্তার, উপজেলা যুবদলের আহ্বায়ক শফিউল আলম পলাশসহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম