Logo
Logo
×

সারাদেশ

পদ্মার চরে গুলিতে নিহত বেড়ে ৩

Icon

বাঘা (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ১০:৪৪ পিএম

পদ্মার চরে গুলিতে নিহত বেড়ে ৩

পদ্মার চরে গোলাগুলির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ৩ জন। মঙ্গলবার সকালে পদ্মা নদীতে লিটন সরকার (২৬) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে নৌপুলিশ।

লিটন হোসেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রায়টা নতুনহাট এলাকার জামিরুল ইসলামের ছেলে।

সোমবার (২৭ অক্টোবর) রাজশাহীর বাঘা, নাটোরের লালপুর, পাবনার ঈশ্বরদী এবং কুষ্টিয়া সীমান্তের পদ্মার চরের নীচ খানপুরের হবির চরের দক্ষিণে চৌদ্দ হাজারি মাঠ এলাকায় এ ঘটনা ঘটেছে। পদ্মার চরে খড় কাটাকে কেন্দ্র করে লিটন হোসেনসহ তিনজনের মৃত্যু হলো।

নিহত লিটনের বড় ভাই আলী হোসেন পুলিশকে জানান, তার ভাই কৃষিকাজ করতেন।

জানা গেছে, রাজশাহীর বাঘা, নাটোরের লালপুর, পাবনার ঈশ্বরদী এবং কুষ্টিয়ার দৌলতপুরে সীমান্তের পদ্মার চরের নীচ খানপুরের হবির চরের দক্ষিণে চৌদ্দ হাজারি মাঠ এলাকার সংযোগস্থল পদ্মার চরে খড় কাটাকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনায় মৃত্যু হয়েছে খানপুরের মিনহাজ মণ্ডলের ছেলে আমান মণ্ডল (৩৬), একই গ্রামের শুকুর মণ্ডলের ছেলে নাজমুল হোসেনের (৩৩)।

এ ঘটনায় খানপুরের তজ্জুল মণ্ডলের ছেলে রুহুল আমিন (৫৫), আশরফ মণ্ডলের ছেলে রাবিক হোসেন (১৮), মণ্ডলের ছেলে মুনতাজ মণ্ডল (৩২), রুহুল আমিনের নাতি শাওন হোসেন আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, সোমবার সকালে পদ্মার চরে গোলাগুলির ঘটনা ঘটে। এতে দুজন নিহত হন। সকালে নদীতে আরও একজনের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে নৌপুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।

কুষ্টিয়ার দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, লিটন নামের এক ব্যক্তির মরদেহ পাওয়া গেছে। থানা পুলিশ যাওয়ার আগেই লিটনের মরদেহ নৌপুলিশ নিয়ে যায়।

এ বিষয়ে ঈশ্বরদী নৌপুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শফিউদ্দিন বলেন, সকালে নদী থেকে লিটন নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরে অসংখ্য জখমের চিহ্ন রয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম