প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ০৯:৫৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
মানিকগঞ্জের ঘিওরে চকলেটের প্রলোভন দেখিয়ে ১২ বছরের এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।
এ ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত ব্যক্তি ইমাম হোসেনকে (৬৫) বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ঘিওর থানার পরিদর্শক (তদন্ত) কোহিনুর ইসলাম বলেন, মঙ্গলবার দুপুরে ঘিওর উপজেলা বড়টিয়া গ্রামে এক ১২ বছরের প্রতিবন্ধী শিশুকে ইমাম হোসেন নামে এক ব্যক্তি চকলেটের প্রলোভন দেখিয়ে তার বাড়িতে নিয়ে ধর্ষণ করে। শিশুটি বাড়িতে এসে বিষয়টি তার মাকে খুলে বলে।
সন্ধ্যার দিকে স্থানীয় লোকজন অভিযুক্ত ইমাম হোসেনকে আটক করে পুলিশে দেয়। রাতেই শিশুটির মা বাদী করে ধর্ষণের মামলা করেন। বুধবার শিশুটির ডাক্তারি পরীক্ষা জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এছাড়া বুধবার দুপুরে অভিযুক্ত ইমাম হোসেনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
