Logo
Logo
×

সারাদেশ

চৌদ্দগ্রামে ইয়াবাসহ যুবদল সহ-সভাপতি গ্রেফতার

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ১০:৫৮ পিএম

চৌদ্দগ্রামে ইয়াবাসহ যুবদল সহ-সভাপতি গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে ইয়াবাসহ আবদুর রহিম নামের এক যুবদল নেতাকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। বুধবার (২৯ অক্টোবর) উপজেলার কনকাপৈত ইউনিয়নের করপাটি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়।

রহিম (৩৮) করপাটি গ্রামের মৃত আবদুল কুদ্দুসের ছেলে। তিনি উপজেলার কনকাপৈত ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে যৌথবাহিনী উপজেলার করপাটি গ্রামে অভিযান চালিয়ে আবদুর রহিমকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ২ হাজার ৬৬৪ পিস ইয়াবা ট্যাবলেট, ২টি মোবাইল ফোন এবং নগদ ২ লাখ ২১ হাজার ৬২০ টাকা জব্দ করা হয়।

চৌদ্দগ্রাম থানার ওসি মো. হিলাল উদ্দিন আহম্মেদ বলেন, যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ কনকাপৈত ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি আবদুর রহিমকে গ্রেফতার করা হয়েছে। বিকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম