Logo
Logo
×

সারাদেশ

হতদরিদ্রের ঘর জ্বালানোয় মামলা, উল্টো বাদীকে মারধর

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ১২:১২ পিএম

হতদরিদ্রের ঘর জ্বালানোয় মামলা, উল্টো বাদীকে মারধর

ফাইল ছবি

কুমিল্লায় হতদরিদ্রের ঘর জ্বালিয়ে দেওয়ার ঘটনায় মামলা করায় উল্টো বাদীকে মারধর করেছে প্রভাবশালী আসামিরা। বুধবার (২৯ অক্টোবর) রাতে জেলার সদর দক্ষিণ উপজেলার উলুইন গ্রামে এ ঘটনা ঘটেছে। গত ২২ অক্টোবর পূর্ব বিরোধকে কেন্দ্র করে উলুইন গ্রামের হতদরিদ্র বিল্লাল হোসেনের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। ২৫ অক্টোবর দৈনিক যুগান্তরে খবর প্রকাশের পর এ বিষয়ে মামলা নেয় পুলিশ। এতে অভিযুক্ত একই গ্রামের মো. নজরুল (৩৫), খোকন মিয়া (৫৩), মো. হালিম (৩৯), সুমন (৩০), মেহেদী (৩৫) কে আসামি করা হয়।
 
মামলার বাদী বিল্লাল হোসেনের অভিযোগ, বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার ঘটনায় মামলা দায়েরের খবর পেয়ে আসামিরা তাকে হন্য হয়ে খুঁজতে থাকে। তাদের ভয়ে আতঙ্কিত হয়ে ৩-৪ দিন আত্মগোপনে ছিলেন বিল্লাল।
 
বুধবার রাতে নিজ বাড়িতে আসলে আসামিরা তাকে ঘেরাও করে ব্যাপক মারধর করেন। এ সময় তাকে হাসপাতালে নিতে দেওয়া হয়নি। মামলার তদন্ত কর্মকর্তাকে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি। প্রভাবশালীদের চাপের মুখে এ বিষয়ে নির্বিকার পুলিশ।
 
মামলা সূত্রে জানা যায়, ২২ অক্টোবর উলুইন গ্রামে বিল্লাল হোসেন তার স্ত্রী সন্তান নিয়ে ঘুমিয়ে পড়ে। পূর্ব বিরোধকে কেন্দ্র করে হঠাৎ ওই এলাকার মো. নজরুল (৩৫), খোকন মিয়া (৫৩), মো. হালিম (৩৯)সহ অজ্ঞাতানামা ৩/৪ জন মিলে বিল্লাল হোসেনের বাড়িতে হামলা চালায়। এ সময় তাদেরকে মারধর করে ঘর থেকে বের করে বাড়িঘর ভাঙচুরের পর পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে ওই হতদরিদ্র পরিবারের বাড়িঘর পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে আসলেও ততক্ষণে বিল্লালের বাড়িঘর পুড়ে ছাই হয়ে যায়। 
 
সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ সেলিম বলেন, বাদীকে মারধরের বিষয়ে এখনো অভিযোগ পাইনি। আমরা খোঁজ নিয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করবো।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম