Logo
Logo
×

সারাদেশ

ঢাকা-সিলেট মহাসড়কের নকশা পরিবর্তন না করার দাবি

Icon

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ০৬:৩৮ পিএম

ঢাকা-সিলেট মহাসড়কের নকশা পরিবর্তন না করার দাবি

হবিগঞ্জের বাহুবল উপজেলার কল্যাণপুরে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেন কাজের নকশা পরিবর্তন না করার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী।

বৃহস্পতিবার মহাসড়কের কল্যাণপুর বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী, কৃষক, শ্রমিকসহ সব পেশার মানুষ অংশ নেন। এতে বক্তব্য দেন- কবির মিয়া, হারুন মিয়া, সাবাজ মিয়া, হাসান মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, একটি কুচক্রী মহল ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার কল্যাণপুরে ৬ লেন কাজের নকশা পরিবর্তনের ষড়যন্ত্র করছে। অথচ নকশা পরিবর্তন করলে মহাসড়ক আঁকাবাঁকা হবে। অধিগ্রহণে অধিক পরিমাণ জমি লাগবে। ফলে ব্যয় বাড়বে। এছাড়া মানুষের বাড়িঘর, মসজিদ, ঈদগাহ, এলাকার একমাত্র প্রাথমিক বিদ্যালয়টিও ভাঙ্গা পড়বে। অনেক মানুষ গৃহহীন হয়ে পড়বে। রাস্তা পশ্চিম দিকে নিলে রাস্তা সোজা হবে, দুর্ঘটনাও রোধ হবে, অধিগ্রহণ এবং রাস্তার নির্মাণ ব্যয়ও সাশ্রয় হবে।

এ অবস্থায় নকশা ঠিক রেখে দ্রুত অধিগ্রহণ সম্পন্ন করার দাবি জানিয়ে বক্তারা বলেন, অন্যথায় এলাকাবাসী মহাসড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম