Logo
Logo
×

সারাদেশ

ময়মনসিংহ-৭ আসন

মাঠ দখলে মরিয়া বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা

বিজয়ের লক্ষ্যে কাজ করছেন জামায়াত প্রার্থী

Icon

আতাউল করিম খোকন, ময়মনসিংহ ব্যুরো

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ০৬:৪৫ পিএম

মাঠ দখলে মরিয়া বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৭ আসনটি দখলে নিতে মরিয়া বিএনপি। আর এজন্য বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা আলাদা আলাদা মিটিং মিছিল, গণসংযোগ করে ভোটারদের মন জয় করতে ব্যস্ত সময় পার করছেন। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। পাশাপাশি মনোনয়ন নিশ্চিত করতে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে জোর লবিং চালিয়ে যাচ্ছেন।

এ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একক প্রার্থী থাকায় নির্বাচনে বিজয়ের লক্ষ্যে মাঠে কাজ করছেন।

জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা হলেন- কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবদীন, ত্রিশাল পৌরসভার প্রয়াত চেয়ারম্যান বিএনপি নেতা আব্দুর রশিদের পুত্র সাবেক পৌর মেয়র ও সাবেক যুবদল নেতা আমিনুল ইসলাম আমিন সরকার, বিএনপির প্রয়াত এমপি আব্দুল খালেকের ছেলে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার সাদাত, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল আমিন খসরু।

এদিকে একক প্রার্থী থাকায় বিজয়ের জন্য মাঠে কাজ করছেন জামায়াতে ইসলামী মহানগরের নায়েবে আমির আসাদুজ্জামান সোহেল ও ইসলামী শাসনতন্ত্রের ইব্রাহিম খলিল।

বিএনপির মনোনয়নপ্রত্যাশী কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য ড. মাহবুবুর রহমান লিটন জানান, আমি তৃণমূল পর্যায়ে বিএনপি এবং সংগঠন সংগঠিত করেছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে মাঠে কাজ করে যাচ্ছি।

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবদীন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিক হিসেবে দলের সব কর্মসূচি পালন করে জনসাধারণের কাছে যাচ্ছি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা দাবি বাস্তবায়নে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মাঠে কাজ করে যাচ্ছি।

সাবেক পৌর মেয়র যুবদল নেতা আমিনুল ইসলাম আমিন সরকার বলেন, দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে মাঠে কাজ করে যাচ্ছি। দলের বাইরে আমার মরহুম পিতা পৌরসভার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুর রশিদের ভোট ব্যাংক রয়েছে; যা আগামী নির্বাচনে আমার ভোটের পাল্লা ভারি হবে।

উপজেলা পরিষদের সাবেক চেয়্যারম্যান আনোয়ার সাদাত আনোয়ার তিনি বলেন, আমার প্রয়াত বাবা বিএনপির মনোনীত এমপি হিসেবে খুবই জনপ্রিয় ব্যক্তি ছিলেন। তার জনপ্রিয়তা মানুষের ভালোবাসা আগামী নির্বাচনে ভোটের পাল্লা ভারি করবে।

জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শহিদুল আমিন খসরু বলেন, আমার লক্ষ্য হলো দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করা। এটি বাস্তবায়ন হলেই সমৃদ্ধশালী বাংলাদেশ ফিরে পাবে মানুষ।

মহানগর জামায়াতের নায়েবে আমির আসাদুজ্জামান সোহেল বলেন, দল আমাকে মনোনীত করেছে; তার জন্য মহান সৃষ্টিকর্তার প্রতি অশেষ কৃতজ্ঞতা। দাঁড়িপাল্লাকে বিজয়ী করার লক্ষ্যে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মাঠে-ঘাটে আমি কাজ করে যাচ্ছি।

ইসলামী শাসনতন্ত্রের মনোনীত প্রার্থী ইব্রাহিম খলিল বলেন, জনসাধারণ অতীতে অনেক নেতৃত্ব দেখেছে এখন আমাকে ভোট দিয়ে উন্নয়ন করার সুযোগ দেবে বলে আমি বিশ্বাস করি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম