Logo
Logo
×

সারাদেশ

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ বন্ধু নিহত

Icon

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ১০:০৭ পিএম

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ বন্ধু নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলার ধুমঘাট এলাকায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই বন্ধু নিহত হয়েছেন। এ সময় আরও এক আরোহী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকাল ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার ৩নং জোরারগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সোনাপাহাড় বাজার এলাকার রাসেল (২৪) ও শাহিন (২৫)। এছাড়া আহত হয়েছেন অপর আরোহী ইউসুফ (২৮)। তিনি একটি কারখানার গাড়িচালক বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মস্তাননগর এলাকায় একটি দ্রুতগতির কাভার্ডভ্যান চাপা দিলে অপর একটি গাড়ি মহাসড়কের পাশে চলে যায়। তখন মোটরসাইকেলে থাকা ৩ যুবক ক্ষিপ্ত হয়ে ওই কাভার্ডভ্যানকে তাড়া করেন। ধুমঘাট ব্রিজসংলগ্ন এলাকায় কাভার্ডভ্যানটি তাদের চাপ দিলে এ দুর্ঘটনা ঘটে।

জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক বোরহান উদ্দিন জানান, ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। আহতদের প্রথমে বারইয়ারহাট কমফোর্ট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চমেক হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অপরজন মারা গেছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম