Logo
Logo
×

সারাদেশ

খালে ডুবে সাগরের মৃত্যু

Icon

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ১০:৩৯ পিএম

খালে ডুবে সাগরের মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় খালের পানিতে ডুবে মোহাম্মদ সাগর (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকালে উপজেলার মরিয়মনগর ইউনিয়নের গুমাই বিলের কুলকুরমাই অংশে এ ঘটনা ঘটে।

নিহত সাগর চন্দ্রঘোনা–কদমতলি ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের বনগ্রামের মো. জয়নালের ছেলে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মরিয়মনগর ইউনিয়নের কাটাখালির উত্তর পাশে গুমাইবিলের কুলকুরমাই খাল থেকে ধানের জমিতে পানি সেচ দিচ্ছিল সহোদর কৃষক হেলাল ও জাবেদ। মামাদের জন্য খাবার পানি নিয়ে যায় সাগর ও তার ছোট ভাই সাজিদ। ফেরার পথে সাগর খালে গোসল করতে নামে। কিছুক্ষণ পর উঠে না আসায় সাজিদ চিৎকার দিলে দুই মামা গিয়ে অচেতন অবস্থায় সাগরকে উদ্ধার করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তারা।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. জেসমিন সুলতানা বলেন, হাসপাতালে আনার আগেই সাগরের মৃত্যু হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম