Logo
Logo
×

সারাদেশ

চান্দিনা থেকে অপহৃত মাদ্রাসাছাত্র বাগেরহাটে উদ্ধার

Icon

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫, ১১:৫৬ এএম

চান্দিনা থেকে অপহৃত মাদ্রাসাছাত্র বাগেরহাটে উদ্ধার

মাদ্রাসাছাত্র মোহাম্মদ আলীকে অপহরণের একদিন পর বাগেরহাট জেলার রামপাল থেকে উদ্ধার করেছে পুলিশ।

কুমিল্লার চান্দিনা থেকে অপহৃত ছয় বছরের মাদ্রাসাছাত্র মোহাম্মদ আলীকে অপহরণের একদিন পর বাগেরহাট জেলার রামপাল থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণের মূল হোতা, শিশুটির ফুফা মোহাম্মদ হানিফকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে চান্দিনা থানার পুলিশ বাগেরহাটের রামপাল থানা এলাকায় অভিযান চালিয়ে শিশুটি উদ্ধার করে। পরে রাতে শিশুটি ও অভিযুক্ত হানিফকে চান্দিনা থানায় আনা হয়।   

উদ্ধার হওয়া শিশু মোহাম্মদ আলী চান্দিনা উপজেলার গল্লাই ইউনিয়নের পাঁচধারা গ্রামের রুহুল আমিন ও নাহিদা আক্তারের ছেলে। সে চান্দিনা উপজেলা সদরের মহারং জাফর আলী মুন্সি মারকাজুল উলুম আল-ইসলামিয়া মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র। 

আটক মোহাম্মদ হানিফ (৪৮) কুমিল্লা সদর উপজেলার বল্লভপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে এবং অপহৃত শিশুর ফুফা। 

জানা গেছে, হানিফের স্ত্রী ফাতেমা আক্তারের সঙ্গে পারিবারিক কলহ চলছিল। কয়েকদিন আগে ফাতেমা রাগ করে বাবার বাড়িতে চলে আসেন। এতে ক্ষুব্ধ হয়ে বুধবার (২৯ অক্টোবর) সকালে হানিফ তার শ্যালকের ছেলে মোহাম্মদ আলীকে মাদ্রাসা থেকে অপহরণ করে নিয়ে যায়।

শিশুটি নিখোঁজ হওয়ার পর মাদ্রাসা কর্তৃপক্ষ ও পরিবার খোঁজাখুঁজি শুরু করে। পরে মাদ্রাসার সিসি ক্যামেরার ফুটেজ দেখে তারা নিশ্চিত হন যে, হানিফই শিশুটিকে নিয়ে গেছে। 

চান্দিনা থানার ওসি জাবেদ উল ইসলাম বলেন, শিশুর মা নাদিয়া আক্তারের অভিযোগের ভিত্তিতে আমরা তথ্যপ্রযুক্তির সহায়তায় হানিফের অবস্থান শনাক্ত করি। পরে তাকে বাগেরহাটের রামপাল থেকে আটক করে শিশুটিকে উদ্ধার করা হয়। শুক্রবার সকালে আসামি ও শিশুটিকে আদালতে হাজির করা হবে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করা হচ্ছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম