‘যারা জনগণের ভোটে জয়লাভ করতে পারবে না, তারাই গণভোট চাচ্ছে’
কুমিল্লা ব্যুরো
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ১২:১৮ এএম
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশে গণভোটের সময় এখনো আসেনি উল্লেখ করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক শ্রমবিষয়ক সম্পাদক ও সাবেক ডাকসু সদস্য ড. রশিদ আহমেদ হোসাইনী বলেছেন, যারা জনগণের ভোটে নির্বাচিত হতে পারবে না, তারাই নির্বাচনের ধারা ভিন্ন খাতে প্রবাহিত করতে গণভোটের কথা বলছে।
শনিবার বিকালে লাকসাম বাজার এলাকায় রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ড. রশিদ আহমেদ হোসাইনী বলেন, পিআর-গণভোট নয়, দেশের মানুষ চায় একটি সঠিক, স্বচ্ছ, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন। গণভোটের মাধ্যমে নয়, জনগণের ভোটের মাধ্যমেই পরিবর্তন আসবে।
তিনি আরও বলেন, ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নির্বাচিত সরকার ছাড়া দেশের অস্থিরতা ও অনিশ্চয়তা দূর হবে না। সামগ্রিক উন্নয়নের স্বার্থে যথাসময়ে জাতীয় নির্বাচন দিতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা বিএনপির নেতা খোরশেদ আলম খুসরু, এ কে এম আতিকুর রহমান লিটন, ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর হোসেন শিপন, লাকসাম উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মাইন উদ্দিন সাকিব, নওয়াব ফয়েজুন্নেছা কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি নাছির উদ্দিন সোহেল, সাধারণ সম্পাদক ইলিয়াস মজুমদারসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
