Logo
Logo
×

সারাদেশ

যশোর জেনারেল হাসপাতালে নারী চোর আটক

Icon

যশোর ব্যুরো

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ০৬:৩০ পিএম

যশোর জেনারেল হাসপাতালে নারী চোর আটক

চুরি হওয়া ব্যাগ, নগদ টাকাসহ যশোর জেনারেল হাসপাতাল থেকে এক নারীকে আটক করেছে পুলিশ। রোববার (২ নভেম্বর) দুপুর ১২টার দিকে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের সামনে থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, হাসপাতালের অভ্যন্তরে কর্তব্যরত পুলিশ সদস্য সোহেল রানা সন্দেহজনকভাবে চলাফেরা করায় জান্নাত নামে ওই নারীকে আটক করেন।

আটক জান্নাত বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামের হাসান মোল্লার স্ত্রী। বর্তমানে তিনি যশোর সদরের রূপদিয়া চালের গেটের সামনে ভাড়া বাসায় থাকেন।

পরে তল্লাশি চালিয়ে বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া তিনটি ব্যাগ ও নগদ দুই হাজার ১০৪ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জান্নাত চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানায় পুলিশ।

আটক নারীকে পরবর্তীতে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

যশোর কোতোয়ালি থানার এসআই আনিসুর রহমান জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জান্নাতি চুরি ও ছিনিয়ে নেওয়ার সঙ্গে তার সম্পৃক্ততা স্বীকার করেছেন। তিনি পুলিশকে জানিয়েছেন, বগুড়া থেকে ১৫-২০ জনের একটি দল এসব কাজের সঙ্গে জড়িত। আটক জান্নাতির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম