বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে ট্রেনের ছাদ থেকে পড়ে প্রাণ গেল যুবকের
ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ১০:৪২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বন্ধুদের সঙ্গে চট্টগ্রামের সীতাকুণ্ডের পাহাড়ে ঘুরতে যাওয়ার সময় ট্রেনের ছাদ থেকে পড়ে মো. হাসান মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
রোববার (২ নভেম্বর) সকাল ৮টার দিকে ফেনীর ছাগলনাইয়ার মুহুরীগঞ্জ রেললাইনের পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশের ধারণা, চট্টগ্রামগামী ট্রেন বিজয় এক্সপ্রেস থেকে পড়ে মারা যান তিনি।
মো. হাসান মিয়া ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার গোরিপুর ৭নং ওয়ার্ডের সরুজ মিয়ার ছেলে। তিনি ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। সম্প্রতি প্রেম করে বিয়ে করেছিলেন।
পুলিশ ও বন্ধুরা জানান, সীতাকুণ্ড যাওয়ার উদ্দেশ্যে ঢাকার কমলাপুর থেকে শনিবার রাত ১২টা ২৫ মিনিটে বিজয় এক্সপ্রেস ট্রেনে ওঠেন ৯ বন্ধু। সকাল সাড়ে ৭টার দিকে ফেনী রেলওয়ে স্টেশনে পৌঁছায় ট্রেন। তখন বাইরের ভিড় দেখে অন্যদের দেখাদেখি তারাও ট্রেনের ছাদে ওঠেন। বন্ধুদের পেছনে রেখে হাসান মিয়া ছাদে হেঁটে সামনের বগিতে চলে যান।
বন্ধুরা জানান, তারা ভেবেছিলেন সে সামনে আছে; কিন্তু বারবার ফোন দেওয়ার পরও ফোন রিসিভ হচ্ছিল না। কিছুক্ষণ পর অপরিচিত এক লোক ফোন ধরে জানান, হাসান মিয়া মুহুরীগঞ্জ রেললাইনের পাশে মৃত অবস্থায় পড়ে আছে। ততক্ষণে ট্রেন সীতাকুণ্ড চলে যায়। পরে বন্ধুরা অন্য ট্রেনে করে মুহুরীগঞ্জ ফেরেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ঘোপাল তদন্ত কেন্দ্র পুলিশ।
লাশ উদ্ধারকারী ঘোপাল তদন্ত কেন্দ্রের (মুহুরীগঞ্জ) এএসআই আব্দুল আলীম জানান, লাশের মাথা ও নাকে আঘাতের চিহ্ন রয়েছে। তার ধারণা- ট্রেনের ছাদে দাঁড়ানো অবস্থায় গাছের সঙ্গে ধাক্কায় হাসান মিয়া পড়ে মারা যান। লাশ রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
