Logo
Logo
×

সারাদেশ

আ.লীগ নেতার বোনের বাড়িতে ৩ বালতি ককটেল

Icon

যুগান্তর প্রতিবেদন, মুন্সীগঞ্জ

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ১০:৪৩ পিএম

আ.লীগ নেতার বোনের বাড়িতে ৩ বালতি ককটেল

উদ্ধার ককটেল ও ককটেল তৈরির সরঞ্জাম। ছবি: যুগান্তর

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর এলাকা থেকে মোল্লাকান্দি ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান রিপন পাটোয়ারীর বোনের বাড়িতে তিন বালতি ককটেল পাওয়া গেছে।

পুলিশ জানায়, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান রিপন পাটোয়ারীর ছোট বোন ও দেলোয়ার বেপারীর স্ত্রী সেলিনা আক্তারের (৫০) ভাড়া বাড়িতে অভিযান চালায় যৌথবাহিনী। দোচালা টিনের বসতঘর থেকে তিনটি কাঠের গুঁড়িভর্তি বালতিতে ৪০টি অবিস্ফোরিত তাজা ককটেল, অনুমানিক ১০০টি ককটেল তৈরির জর্দার টিনের খালি কৌটা উদ্ধার করা হয়।

এ ঘটনায় মো. হাসান বেপারী (৩৬) নামে একজনকে আটক করেছে পুলিশ। হাসান বেপারী মোল্লাকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা রিপন হোসেন পাটোয়ারির ভাগ্নি জামাই।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি এম সাইফুল আলম বলেন, মোল্লাকান্দিকেন্দ্রিক সহিংসতায় ব্যবহারের উদ্দেশ্যে এসব ককটেল তৈরি ও মজুত করা হয়েছিল।

তিনি জানান, আনোয়ার হোসেনের দোচালা টিনের বসতঘরের পাশে কাজ করতে গিয়ে ড্রেনের ভেতর বালতিতে ককটেল দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে সেনাবাহিনীর ১৯ সদস্য, মুন্সীগঞ্জ সদর ক্যাম্পের নেতৃত্বে ড্রেন ও আনোয়ার হোসেনের বসতবাড়ি থেকে এসব উদ্ধার হয়। এ সময় ৯৫টি জর্দা তৈরির কৌটা পাওয়া যায়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম