Logo
Logo
×

সারাদেশ

গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ০৩:১০ পিএম

গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

গার্মেন্টস শ্রমিকের মৃত্যুতে সহকর্মীদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর এলাকায় এক গার্মেন্টস শ্রমিকের মৃত্যুতে সহকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে কয়েক কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়।

সোমবার (৩ নভেম্বর) সকালে মদনপুর ইউনিয়নের লারিজ ফ্যাশন কারখানার সামনে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক রিনা (৩০) কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার দুলালের মেয়ে।

সহকর্মী আসমা জানান, রোববার রাতের দিকে কাজের সময় রিনা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তিনি ছুটি চাইলেও কর্তৃপক্ষ তাকে কাজ চালানোর জন্য বলেন। কিছুক্ষণ পর মাথা ঘুরে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত স্থানীয় ঈদগাঁ হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি রাতে মারা যান। 

রিনার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সোমবার সকালে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে মহাসড়ক অবরোধ করেনকাঁচপুর থানা পুলিশের পরিদর্শক আব্দুল কাদের জিলানী জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।

নারায়ণগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পরিদর্শক সেলিম বাদশা বলেন, রিনার মৃত্যুতে সহকর্মীরা বিক্ষোভ শুরু করেছিলেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম