Logo
Logo
×

সারাদেশ

হাসিনার নির্দেশে কিবরিয়া হত্যা মামলায় আমাকে ফাঁসানো হয়: জিকে গউছ

Icon

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ০৬:০৮ পিএম

হাসিনার নির্দেশে কিবরিয়া হত্যা মামলায় আমাকে ফাঁসানো হয়: জিকে গউছ

নিজ গ্রামের হাজারও মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক জিকে গউছ। রোববার রাতে নির্বাচনি মতবিনিময় সভায় মিলিত হলে নারী-পুরুষের ঢল নামে তাতে।

এ সময় প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, আমাকে কিবরিয়া হত্যা মামলায় মিথ্যা অভিযোগে ফাঁসিয়ে দম্ভ করে বলেছিল আমার নাকি ফাঁসি হবে; কিন্তু রাখে আল্লাহ মারে কে। এ মামলার তদন্তকারী কর্মকর্তা মেহেরুন্নেছা পারুল সাক্ষী দিতে এসে আদালতে বিচারকসহ উপস্থিত সবার সামনে বলেছেন পালিয়ে যাওয়া শেখ হাসিনা নির্দেশ দিয়েছিলেন এই মামলায় খালেদা জিয়া ও তারেক রহমানকে যেন আসামি শ্রেণিভুক্ত করেন। তিনি এর উত্তরে বলেছিলেন- এই কঠিন কাজ তার পক্ষে করা সম্ভব নয়। শেখ হাসিনা তাকে ধমক দিয়ে বলেছিলেন- তোমাকে ভবিষ্যতে আমরা দেখব। তিনি বিনয়ের সঙ্গে বলেছিলেন- এ কাজ ছাড়া অন্য কিছু বলেন। তখন শেখ হাসিনা নির্দেশ দিয়েছিলেন সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী এবং আমি হবিগঞ্জের তৎকালীন মেয়র জিকে গউছকে ওই মামলায় আসামির শ্রেণিভুক্ত করার জন্য।

তিনি আরও বলেন, সাবেক এমপি আবু জাহিরও তাকে চাপ দিয়েছিলেন। তাদের চাপে তিনি আমাদের দুইজনকে ওই মামলায় আসামি শ্রেণিভুক্ত করেন। আল্লাহ বিচার করেছেন। আজ আবু জাহিরদের দম্ভ আল্লাহ ভেঙে দিয়েছেন। সন্ধ্যায় তার বাড়িতে বাতি দেওয়ার মতো লোক আল্লাহ অবশিষ্ট রাখেননি।

জিকে গউছ বলেন, শুধু আমার কারণে আমার গ্রামের একজন মানুষও শান্তিতে থাকতে পারেনি। এমন কোনো পরিবার নাই যে পরিবার নির্যাতনের শিকার হয়নি। এমন কোনো যুবক নেই যে নির্যাতনের শিকার হয়নি। যার বাড়িতে পুলিশের গুলি পড়েনি। মসজিদেও আমার এলাকার মানুষ পুলিশের ভয়ে ঠিকমতো জামাতে পর্যন্ত নামাজ পড়তে পারেননি। আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের এ ভালোবাসার ঋণ আমি কোনো দিন শোধ করতে পারব না।

হবিগঞ্জ শহরের শায়েস্তানগর পয়েন্টে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গ্রামের প্রধান সর্দার শহিদুর রহমান লাল।

এতে অতিথি হিসেবে বক্তৃতা করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. সাখাওয়াত হাসান জীবন।

সফিকুর রহমান সিতুর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন- আব্দুস সালাম, মাহবুবুল হক হেলাল ও শ্যামল আহমেদ সর্দার।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম