Logo
Logo
×

সারাদেশ

গোপনে ভিডিও ধারণ

পরকীয়ায় বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে হত্যা

Icon

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ০৬:২৪ পিএম

পরকীয়ায় বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে হত্যা

সোনাগাজীতে পরকীয়ায় বাধা দেওয়ার জেরে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার (২ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার চরদরবেশ ইউনিয়নের চর সাহাভিকারি গ্রামের ফয়সলের কলোনিতে এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিক অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত মামুন হোসেন, তার স্ত্রী ও শাশুড়িসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান সোনাগাজী থানার ওসি।

জানা গেছে, উপজেলার জমাদার বাজারের চা দোকানদার জামশেদ আলমের সঙ্গে পার্শ্ববর্তী ফয়সল কলোনির ভাড়াটিয়া মামুন হোসেনের স্ত্রীর পরকীয়া সম্পর্ক গড়ে উঠে। এ নিয়ে গোপনে ধারণকৃত কিছু ছবি-ভিডিও সংগ্রহ করেন চর সাহাভিকারি গ্রামের মো. মোস্তফার ছেলে সুজন (২৫)।

রোববার রাতে এসব ছবি ভিডিও নিয়ে মামুনের বাসায় যায় সুজন। এ সময় ছবি ও ভিডিওগুলো ধারণ এবং ফেসবুকে প্রচার করা নিয়ে উভয়পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে মামুন হোসেন (৩৩), তার স্ত্রী আছমা বেগম (২৪), শাশুড়ি লিপি আক্তার (৪০) ধারালো অস্ত্র দিয়ে সুজনকে কুপিয়ে জখম করে। স্থানীয়রা উদ্ধার করে তাকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পথে সুজনের মৃত্যু হয় বলে জানান নিহতের মা।

মামুন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌপাল্লি গ্রামের সোলেমানের ছেলে।

সোনাগাজী থানার ওসি সাইফুল ইসলাম বলেন, সুজন হত্যার ঘটনায় তার মা রহিমা বেগম বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন। ভোররাতে অভিযান চালিয়ে এজাহারনামীয় প্রধান আসামি মামুন হোসেন, তার স্ত্রী আছমা আক্তার, শাশুড়ি লিপি আক্তার ও আবদুর রহিমের ছেলে জামশেদ আলমকে আটক করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম