সুনামগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন পেলেন কলিম উদ্দিন
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ১০:৩৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
সুনামগঞ্জের ছাতক-দোয়ারাবাজার নিয়ে গঠিত সংসদীয় আসন সুনামগঞ্জ-৫। এ আসনে মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও তিনবারের সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন।
সোমবার (৩ নভেম্বর) বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়।
মনোনয়নের খবর ছড়িয়ে পড়তেই উল্লাসে মেতে ওঠেন ছাতক ও দোয়ারাবাজারের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
নেতাকর্মীরা জানান, দীর্ঘদিনের ত্যাগ, সাহসিকতা ও সাংগঠনিক দক্ষতার সঠিক মূল্যায়ন হয়েছে মিলনের এই মনোনয়নে।
কলিম উদ্দিন আহমেদ মিলন ১৯৯৬ সালে প্রথমবারের মতো সমাজতান্ত্রিক দল (জাসদ) থেকে নির্বাচন করেন। একই বছরের ফেব্রুয়ারিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়ে আলোচনায় আসেন তিনি। পরে ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়ে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন। রাজনৈতিক জীবনে তিনি সুনামগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক।
দীর্ঘ ১৬ বছরের আওয়ামী লীগ সরকারের দমন-পীড়নের সময়েও কলিম উদ্দিন মিলন রাজপথ ছাড়েননি। দলের আন্দোলন, মামলা ও হামলার মধ্যেও ছিলেন কর্মীদের পাশে। এ সময় তিনি জেলার বিভিন্ন থানায় ৯টি রাজনৈতিক মামলার আসামি হন। ২০০৮ সালের বিতর্কিত নির্বাচনে অংশ নিয়ে প্রায় এক লাখ ভোট পান তিনি। ২০১৮ সালে মনোনয়ন না পেলেও রাজপথে দলের পক্ষে সক্রিয় ছিলেন এবং বিএনপির কঠিন সময়ে নেতাকর্মীদের পাশে দাঁড়িয়ে দলীয় ঐক্যের প্রতীক হয়ে ওঠেন।
২০১৩ সালের ৮ ডিসেম্বর ছাতকের রাজপথে সংঘর্ষের সময় তিনি কর্মীদের পাশে থেকে সাহস জুগিয়েছিলেন। ২০১৪ সালের ৫ জানুয়ারির একতরফা নির্বাচনের বিরোধিতায় দলের কর্মসূচিতে অংশ নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ২০২৩ সালের নভেম্বর মাসে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি পালনের সময়ও জেলা ও উপজেলা পর্যায়ে দায়ের হওয়া একাধিক মামলায় তিনি আসামি হন। মদনপুরে গাড়ি ভাঙচুরের অভিযোগে দায়ের হওয়া বিশেষ ক্ষমতা আইনের মামলায় তার নাম যুক্ত হয়, যা সেই সময় জেলার রাজনৈতিক পরিবেশে ব্যাপক প্রভাব ফেলে।
মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, এই মনোনয়ন শুধু আমার নয়, এটি ছাতক-দোয়ারাবাজারের ত্যাগী নেতাকর্মীদের সংগ্রামের ফল। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
