ত্রিশালে ধানের শীষের মনোনীত প্রার্থী ডা. লিটন
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ১০:৫০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটন।
সোমবার (৩ নভেম্বর) বিকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে তিনি বলেন, এটি ‘সম্ভাব্য’ প্রার্থীর তালিকা। প্রয়োজনে যেকোনো মুহূর্তে এই তালিকায় পরিবর্তন আনা হতে পারে।
ডা. লিটন মনোনয়ন পাওয়ায় বিভিন্ন ইউনিয়ন এবং পৌরশহর থেকে নেতাকর্মীরা অস্থায়ী দলীয় কার্যালয়ে ভিড় জমান।
