Logo
Logo
×

সারাদেশ

বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

Icon

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ১১:২৯ এএম

বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ। ছবি: সংগৃহীত

চাঁদপুরের ফরিদগঞ্জে বিএনপির আহ্বায়ক এমএ হান্নানকে ধানের শীষ প্রতীকের মনোনয়ন না দেওয়ায় তার সমর্থকরা রাস্তায় টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ ও বিক্ষোভ মিছিল করেছেন। 

সোমবার (৩ নভেম্বর) রাত ১০টা থেকে গভীর রাত পর্যন্ত চাঁদপুর-ফরিদগঞ্জ-রায়পুর সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে। পরে বিক্ষোভ মিছিলটি ফরিদগঞ্জ বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

মিছিল শেষে বক্তারা বলেন, আমাদের উপজেলা বিএনপির দুর্দিনের বন্ধু হান্নান ভাইকে দল অবমূল্যায়ন করলে আমরা মানবো না। আমরা চাই দলের দায়িত্বশীল নেতাকর্মীরা আমাদের দাবির কথা চিন্তা করে আমাদের প্রাণপ্রিয় নেতা এমএ হান্নানকে মনোনয়ন দিয়ে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ আমাদের দাবি মেনে নিয়ে পুনরায় দলীয় মনোনয়ন পরিবর্তন করবেন। 

তারা আরও জানান, এমএ হান্নানকে মনোনয়ন না দেওয়া পর্যন্ত আমাদের এ আন্দোলন চলমান থাকবে। বর্তমান মনোনয়ন পাওয়া লায়ন হারুনকে আমরা মেনে নেব না, প্রয়োজনের দল থেকে অব্যাহতি নেব।

এ সময় বক্তব্য রাখেন—উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক, সাবেক মেয়র মঞ্জিল হোসেন, যুগ্ম-আহ্বায়ক আবু জাফর খসরু মোল্লা, নজরুল ইসলাম পাটোয়ারী, পৌর বিএনপির আহ্বায়ক আমানত গাজী, যুগ্ম-আহ্বায়ক জামাল হোসেন, উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন পাটোয়ারী, উপজেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান মঞ্জুর, সাধারণ সম্পাদক আবু ইউসুফ চৌধুরী শাওন, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন শিবলু প্রমুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম