সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১১ জনের
নোয়াখালী, মির্জাপুর ও হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ০৬:১৫ পিএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
দেশের তিনটি স্থানে সড়ক দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নোয়াখালীর কবিরহাটে ট্রাকচাপায় ৬ সিএনজিচালিত অটোরিকশা যাত্রী ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে দুই বাসের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এছাড়া টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহী বাসচাপায় অটোরিকশাচালক ও এক যাত্রীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে কবিরহাট উপজেলার বসুরহাট-কবিরহাট সড়কের ইসলামিয়া আলিম মাদ্রাসার সামনে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটে।
কবিরহাটে নিহতরা হলেন- অটোরিকশাচালক খোকন (৪৬), তানিম হাসান (২৬), মো. সুমন (৩৩) ও শাহাদাত হোসেন (৩৬)। তবে তাৎক্ষণিক এক নারীসহ দুজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
জানা গেছে, জেলা শহর মাইজদী থেকে ৫ যাত্রী নিয়ে বসুরহাটের উদ্দেশে অটোরিকশাটি রওনা দেয়। যাত্রাপথে অটোরিকশাটি বসুরহাট সড়কের আলিয়া মাদ্রাসার সামনে পৌঁছলে গাড়িটির সামনের এক্সেল ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উলটো পাশে চলে যায়। ওই সময় বিপরীত দিক থেকে আসা ট্রাক সিএনজিটিকে চাপা দিয়ে অনেক দূর নিয়ে যায়। এতে চালকসহ ৪ জন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। দুজনকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কবিরহাট থানার ওসি মো.শাহীন মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থল থেকে তিনজনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এ দুর্ঘটনায় মোট ৬ জনের মৃত্যু হয়েছে। ঘটনার পরপরই ট্রাকের চালক পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ট্রাক জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।
অন্যদিকে ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের কদমতলী এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জনের মৃত্যু হয়। আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন।
মঙ্গলবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় মহাসড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে পাঠায় এবং মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করে। নিহতদের লাশ উদ্ধার করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় রাখা হয়েছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. আবু তাহের দেওয়ান ঘটনাটি নিশ্চিত করে জানান, সিলেট থেকে কুমিল্লাগামী রিয়েল কোচের একটি বাস শায়েস্তাগঞ্জের কদমতলী নামক স্থানে পৌঁছলে সিলেটমুখী এনা পরিবহণের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। আহত হন আরও অনেকে। তাদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়। তবে তাদের কারো পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
এছাড়া টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহী বাসচাপায় অটোরিকশার চালক ও এক যাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার দেওহাটা ওভারব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলেন- উপজেলার গোড়াই ইউনিয়নের রানাশাল গ্রামের আজিম উদ্দিনের ছেলে অটোচালক রহিজ সিকদার (৪৬) ও অটোর যাত্রী রশিদ দেওহাটা গ্রামের আজগর আলীর ছেলে আব্দুল হামিদ (৬০)।
মির্জাপুরের গোড়াইল হাইওয়ে থানার ওসি সোহেল সারোয়ার বলেন, অটোচালক মহাসড়কে উলটো পথে দেওহাটা ওভারব্রিজে উঠার চেষ্টা করে। এ সময় টাঙ্গাইলগামী দ্রুতগতিতে যাত্রীবাহী বাস চাপা দিলে হতাহতের ঘটনা ঘটে।
