প্রতিদ্বন্দ্বীর প্রতি সৌহার্দ
শেরপুর-২ আসনে বিএনপি প্রার্থীকে জামায়াত প্রার্থীর শুভেচ্ছা
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ০৮:৪২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
আসন্ন নির্বাচনে শেরপুর-২ ( নালিতাবাড়ী-নকলা) আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে এক ব্যতিক্রমী ও সৌহার্দপূর্ণ চিত্র দেখা গেল। এ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া ভিপি তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী ফাহিম চৌধুরীকে শুভেচ্ছা জানিয়েছেন।
সোমবার বিএনপির মনোনয়ন ঘোষণার পরপরই গোলাম কিবরিয়া তার ব্যক্তিগত পেজে একটি পোস্টের মাধ্যমে বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরীকে এই শুভেচ্ছা জানান। তার এই পদক্ষেপ শুধু একটা সাধারণ বার্তা নয়, বরং এটি ভোটের মাঠে সহনশীলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত বলে মনে করছেন স্থানীয়রা।
শুভেচ্ছা বার্তায় জামায়াত প্রার্থী গোলাম কিবরিয়া লিখেন- ‘ভোটের মাঠে প্রতিযোগিতা হবে সুন্দর ও জনগণের কল্যাণে। ইনশাআল্লাহ।’
স্থানীয় সচেতন মহল জানান, সাধারণত নির্বাচনের আগে দলগুলো একে অপরের সমালোচনায় মুখর থাকে; কিন্তু গোলাম কিবরিয়ার বার্তাটি ছিল সম্পূর্ণ ভিন্ন মেজাজের।
সিনিয়র সাংবাদিক সামেদুল ইসলাম তালুকদার বলেন, এই বক্তব্য মূলত একটি বৃহত্তর সত্যের ইঙ্গিত করে। রাজনীতি কেবল ক্ষমতার লড়াই নয়, এটি জনগণের সেবা করার মাধ্যম। প্রার্থীরা ভিন্ন হলেও নির্বাচনের প্রক্রিয়াটি যেন গণতান্ত্রিক মূল্যবোধ এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে পরিচালিত হয়। সেই বার্তাই এখানে প্রাধান্য পেয়েছে।
ভোটের ফলাফল যাই হোক না কেন, ভবিষ্যতেও যেন নির্বাচিত জনপ্রতিনিধি দল-মতের ঊর্ধ্বে উঠে জনগণের জন্য কাজ করেন। নির্বাচনের মাঠে যাতে সব সময় নীতি ও নৈতিকতার জায়গাটি সুরক্ষিত থাকে এমনটাই আশা স্থানীয় ভোটারদের।
